গতি–ফিটনেস–তারকাখ্যাতি নিয়ে কী ভাবেন নাহিদ রানা
Published: 8th, March 2025 GMT
ম্যাচটা ছিল ভারত–বাংলাদেশের। অথচ সংবাদ সম্মেলনে বারবার কেবল ঘুরেফিরে এলেন নাহিদ রানা। এই পেসারকে ঘিরে ভারতীয় সাংবাদিকদের কৌতূহলের যেন শেষ ছিল না। শুধু কি সাংবাদিক, অনেক কিংবদন্তি ক্রিকেটারের কথাতেও ঘুরেফিরে আসছিলেন বাংলাদেশের ফাস্ট বোলার।
পরদিন ভারতের বিপক্ষে নাহিদ রানা খেলেনইনি, সেটা ভিন্ন প্রসঙ্গ। বলার কথা হলো, এসব আলোচনা নাকি নাহিদ রানাকে স্পর্শই করে না। চ্যাম্পিয়নস ট্রফি থেকে দেশে ফিরেই চলে গিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জে নিজের বাড়িতে। ফিরেছেন গতকাল বিকেলে।
নাহিদ রানার নিজের কাছে জীবনের মন্ত্রটা খুব সহজ—ক্রিকেটের পেশাদার দুনিয়ায় উইকেট–কন্ডিশন এসবকে অজুহাত হিসেবে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। নিজে তাই কোনো অজুহাত দিতে চান না।সন্ধ্যায় জিমে যাওয়ার আগে নাহিদ রানা মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর। চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে ঘিরে এত আলোচনা নিয়ে নিরুত্তাপ থাকার কথাটা বলেছেন তখনই। একসময় এসব নিয়ে আগ্রহ ছিল, এখন যেটিকে স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় তাঁর কাছে। কথা বলেছেন নিজের বোলিংয়ের শক্তির জায়গা, তাঁকে ঘিরে থাকা চোটের শঙ্কা, কীভাবে নিজের চাপটা সামলে নেন এসব নিয়েও।
১৪৯ কিলোমিটার গতির এক বলে এভিন লুইসকে ফেরানোর পর নাহিদ রানা। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানেডেতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প