Samakal:
2025-03-09@11:58:37 GMT

ইউক্রেনে রাতভর হামলায় নিহত ১৪

Published: 8th, March 2025 GMT

ইউক্রেনে রাতভর হামলায় নিহত ১৪

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোবরোপিলিয়া ও খারকিভ অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তাদের দোবরোপিলিয়াতেই পাঁচ ৭ শিশুসহ ১১ জন নিহত হন; আহত হন ৩০ জন। 

শুক্রবার রাতভর রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট ও ড্রোন হামলায় শহরটির আটটি বহুতল ভবনেরও ক্ষতি হয়েছে।

শনিবার টেলিগ্রামে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগুন নেভানোর সময় আগ্রাসনকারীরা ফের হামলা চালালে দমকলের ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। 

মন্ত্রণালয়ের দেওয়া ছবিতে আংশিক ক্ষতিগ্রস্ত ভবনে আগুন জ্বলতে এবং জঞ্জাল সরাতে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। মন্ত্রণালয় বলছে, এসব হামলা দেখাচ্ছে রাশিয়ার লক্ষ্য বদলায়নি। সূত্র: রয়টার্স

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

২৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পবিত্র রমজান ও ইদুল ফিতর উপলক্ষে টানা ২৪ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ১৬ মার্চ থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

তবে এ সময় খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল এবং বন্ধের শিডিউলে চলবে শাটল ট্রেন।

রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

চবি ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও ৩ প্রক্টরের পদত্যাগ দাবি

চবির ভর্তি পরীক্ষায় ২ জুলাই-বিপ্লবীকে নিয়ে প্রশ্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ইদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ইদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।”

তিনি বলেন, “বন্ধের সময়ে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। বন্ধের শিডিউলে শাটল ট্রেনও চলাচল করবে। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ