নটিংহাম ফরেস্ট ১ : ০ ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিন ও চারের লড়াই। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে ওঠে আসার সুযোগ ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই সুযোগটা  কাজেই লাগাতে পারল না তারা।

উল্টো নটিংহামের মাঠে সিটি হেরেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নটিংহাম মিডফিল্ডার ক্যালাম হাডসন–ওডোয়। এই হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হলো পেপ গার্দিওলার জন্য।

নটিংহামের মাঠে হারার পর ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটি। কিন্তু আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি।

আরও পড়ুনসিটির সৌভাগ্যের প্রতীক রদ্রি কবে দলে ফিরবেন০৯ ফেব্রুয়ারি ২০২৫

চেলসি এমনকি ড্র করলেও গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে।  নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে চাপের মুখে পড়লেন গার্দিওলা।

ক্যালাম হাডসন–ওডোয়ের গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মার চরে এই ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।

নিহতের ভাতিজা আনোয়ার কবির বকুল বলেন, ‘‘সকালে অন্য শ্রমিকদের নিয়ে ধান কাটতে পদ্মার চরে যান জহুরুল। হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। এসময় অন্য কৃষকরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।’’

আরো পড়ুন:

নরসিংদী কারাগারে কয়েদির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ