গাজায় এক সপ্তাহ ধরে ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সেখানকার লাখ লাখ মানুষ অভুক্ত থাকার ঝুঁকিতে পড়েছেন। অবরোধ সরিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বৈশ্বিক আহ্বান থাকলেও তা শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় রাফায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসেও। 

আলজাজিরা জানায়, গাজায় অবরোধের মুখে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে সেখানকার বসতি স্থাপনকারী ইহুদিরা। 

স্থানীয়রা জানান, পরে ইসরায়েলের সেনারা এসে উল্টো তিন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে; তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

চীনা পণ্যে ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই: হোয়াইট হাউস

বেশকিছু চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক আজ (বুধবার) থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ কথা জানান।

ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার (আজ) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। 

এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের শেষ দেখে নেওয়ার অঙ্গীকার চীনের১৬ ঘণ্টা আগে

তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক, একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে।

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না।’

আরও পড়ুনযেসব দেশ অনুরোধ করেছে, সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির: ট্রাম্প০৭ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ