গাজায় এক সপ্তাহ ধরে ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। এতে সেখানকার লাখ লাখ মানুষ অভুক্ত থাকার ঝুঁকিতে পড়েছেন। অবরোধ সরিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য বৈশ্বিক আহ্বান থাকলেও তা শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় রাফায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসেও।
আলজাজিরা জানায়, গাজায় অবরোধের মুখে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে সেখানকার বসতি স্থাপনকারী ইহুদিরা।
স্থানীয়রা জানান, পরে ইসরায়েলের সেনারা এসে উল্টো তিন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে; তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প