সিরিয়ায় কয়েকদিনের সংঘর্ষে ৩৪০ জন নিহতের খবর
Published: 8th, March 2025 GMT
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৃহস্পতিবার থেকে চলা সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা। খবর রয়টার্সের
তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে তথ্যটি যাচাই করতে পারেনি।
দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ
এছাড়াও পড়ুন:
‘ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে চীনা সেনারা’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করা দুই চীনা নাগরিককে আটক করেছে।
তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে রাশিয়ার সেনাবাহিনীতে চীনা সেনার সংখ্যা ‘অনেক বেশি।’
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে চীনা সেনাদের যুদ্ধ ‘শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।’ কিয়েভে চীনা রাষ্ট্রদূতকে বিষয়টি ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে।
এবারই প্রথম আনুষ্ঠানিক কিয়েভ অভিযোগ করলো, চীন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে জনবল সরবরাহ করছে। মস্কো বা বেইজিং থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এক্স-এ এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে সেনাদের আটক করা হয়েছে, যাদের কাছে শনাক্তকরণের নথিপত্র ছিল, যার মধ্যে ব্যাংক কার্ডও ছিল।
তিনি জানান, ইউক্রেনের বাহিনী ছয়জন চীনা সেনার সাথে যুদ্ধ করে এবং তাদের মধ্যে দুজনকে বন্দি করে।
জেলেনস্কি বলেন, “আমাদের কাছে তথ্য আছে যে দখলদারদের ইউনিটে এই দুজনের চেয়েও অনেক বেশি চীনা নাগরিক রয়েছে।”
ঢাকা/শাহেদ