জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু ও নারী।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘অদম্য নারী শক্তিতে অজেয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপির এই নেতা বলেন, ওই প্রতিবেদনে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আকাশ থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। সে হিসাবে তাঁদের (নারী ও শিশু) স্বীকৃতি আন্তর্জাতিক। জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যা নারী। সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব, দেশ সে হিসাবে এগিয়ে যাবে। এটা আমাদের অবশ্যই কর্তব্য। এখানে বৈষম্যের স্বীকৃতি দেব না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে, আইনিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। সমাজের সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করা হবে। সে ক্ষমতায়নের হার আগের তুলনায় বৃদ্ধি পাবে।

সাংবিধান সংস্কার কমিশনের কাছে দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আশা করি সংসদের নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের দিকে আরও বেশি ভূমিকা রাখব। যেসব আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সেখানে নারীর অংশগ্রহণও নিশ্চয়ই বাড়বে, কমবে না।’

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরি এস এ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার, নিলুফার মনি, রেহানা আক্তার, নেওয়াজ হালিমা, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন ব এনপ র

এছাড়াও পড়ুন:

ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন

ইসরায়েলবিরোধী বিক্ষোভে গতকাল সোমবার দেশের বিভিন্ন জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা বলতে চাই, সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়।’

সরকারের উদ্দেশে সালাহ উদ্দিন বলেন, ‘আপনাদের উচিত ছিল আগে থেকেই এখানে সতর্কতা নিশ্চিত করা। তাহলে দেশের নামে এই বদনাম আমাদের হতো না।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। সেখানে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। তিনি বলেছেন, ‘তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া সব দেশে গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদত।’

সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, ‘সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্ছ্বসিত করবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন, যাতে বিশ্বের বড় বড় শক্তিরা যারা ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে, সেটা বন্ধ হয়।’ অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান বিএনপির এই নেতা।

হাসিনা সরকার আড়িপাতার যন্ত্র পেগাসাস, স্পাইওয়্যার ইসরায়েল থেকে খরিদ করেছিল, বলেন সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘আজকে হাসিনা যেখানে আশ্রয় নিক না কেন, বাংলাদেশের মানুষ এই আওয়ামী ফ্যাসিবাদী ইসলামবিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যাবে।’

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘যেসব রাষ্ট্র এমন গণহত্যার পরেও নিশ্চুপ হয়ে আছে, তাদের ধিক্কার জানাই।’

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

সম্পর্কিত নিবন্ধ

  • শহীদ অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমদ: আমাদের ঐতিহ্যে
  • আগামী শনিবার ঢাকার সড়কে ‘মার্চ ফর গাজা’
  • প্রথমবারের মতো স্প্রিং স্কুলের আয়োজন করেছে ঢাবি
  • ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন
  • বিপন্ন কাছিম রক্ষায় বন্ধ্যা করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের ৩ হাজার কুকুরকে
  • ইন্টারনেট বন্ধ ঠেকাতে চারটি পর্যায়ে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
  • ভারতের প্রতি ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান বিএনপির