নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঙ্গে পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর লোহাগড়া বাজারসংলগ্ন স্কুল রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লোহাগড়া পৌর বিএনপির লক্ষ্মীপাশা অফিসে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য দেওয়া নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ও পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। 

খবর পেয়ে সেলিমের ছেলে রিজভী কাজীসহ তাঁর বন্ধুরা সভাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা বিএনপির নেতা মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা মীমাংসা করে দেন। কিন্তু সন্ধ্যায় রিজভী কাজী ও তাঁর বন্ধুরা লোহাগড়া বাজারসংলগ্ন স্কুল রোডের একটি রেস্তোরাঁয় ইফতার শেষে বের হলে একদল যুবক তাদের ওপর হামলা করে। তারা রিজভী কাজী ও তাঁর বন্ধু আকাশকে পিটিয়ে আহত করে। দু’জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাজী সুলতানুজ্জামান সেলিমের অভিযোগ, মিলু শরীফের নির্দেশে তাঁর ছেলে ও তার বন্ধু আকাশকে নির্মমভাবে পিটিয়েছে। পাল্টা অভিযোগ করে মিলু শরীফ বলেন, ‘বরং সেলিম কাজীর ছেলেসহ তার বন্ধুরা আমার ওপর হামলা চালিয়েছে।’

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র স র বন ধ

এছাড়াও পড়ুন:

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
 সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প

সম্পর্কিত নিবন্ধ