চট্টগ্রামে টেম্পো ও মাহিদ্রা চালকদের সড়ক অবরোধ, হাজারো মানুষের ভোগান্তি
Published: 8th, March 2025 GMT
চট্টগ্রাম মহানগরীর ভেতর অটোরিকশা-মাহিদ্রা যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুলে মুরাদপুর মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজের ৫ থেকে ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে শতশত বাস-ট্রাকসহ গণপরিবহন আটকে পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় হাজারো সাধারণ যাত্রীদের।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। শনিবার নিয়ম না মেনে গাড়ি পার্কিং করায় মামলা দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন টেম্পো (থ্রি-হুইলার) ও মাহিদ্রা চালকরা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, চালকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় ঊধ্বর্তন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে কর্মসূচি স্থগিত করে তাদের দাবির বিষয়ে জানানোর জন্য থানায় একটি টিম আসতে বলি। ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চালকরা অভিযোগ করে বলেন, ট্রাফিক পুলিশ বিনা কারণে টেম্পো ও থ্রি হুইলার গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। আগে একটা দিলেও এখন ডাবল মামলা দিচ্ছে। ১৫ বছর আগে ৫ শ’ টাকা এক হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা, ১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দিয়ে চালকদের হয়রানি করা হচ্ছে। আমরা এসব মামলা থেকে বাঁচতে আন্দোলন করছি।
নাইমুল নামের এক রিকশাচালক বলেন, ১৫ দিন আগে সড়কের পাশে দাঁড়ানোয় আমার গাড়ির বিরুদ্ধে ৬ হাজার টাকার মামলা দেয়। বৃহস্পতিবার আবারও ৬ হাজার টাকার মামলা দিয়ে হয়রানি করছে। আমরা আইন না মামলার বিষয়টি সঠিক না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প