গত দুদিন আগে সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের দিন অস্ত্র হাতে গুলি ছোড়া সোহাগ বিএনপি ও ছাত্রদলের কেউ না বলে দাবি করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, অস্ত্রধারী সোহাগ বিএনপি, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের কোনো পদে নেই কিংবা সে কখনোই বিএনপির রাজনীতিতে যুক্ত নয়। ছাত্রদল তথা বিএনপি কখনোই অস্ত্র ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। অস্ত্রধারী সোহাগকে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

গতকাল শনিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সাগর এসময় বলেন, ঐদিন আমি ব্যক্তিগত কাজে সোনারগাঁয়ে অবস্থান করছিলাম। হঠাৎ আমি ফোন পাই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.

মানিক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহনকে আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মতিউর রহমান মতির সন্ত্রাসী বাহিনী রামদা-চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখেছে। এই হামলায় অংশ নেয় পাবনাই বাবু, বুইট্টা রনিসহ আওয়ামীলীগের বিপুল সন্ত্রাসীরা। খবর পেয়ে আমি সরাসরি থানায় অবস্থান করি। এই সংঘর্ষে আমার কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার সুত্রপাত সম্পর্কে তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতির অন্যতম সহযোগী, বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী মোহাম্মদ মুন্নাকে এলাকায় দেখতে পেয়ে ছাত্রদলের নেতারা ধরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। তাকে থানায় হস্তান্তর করার কারণেই আওয়ামীলীগের সন্ত্রাসীরা ষড়যন্ত্রের ছক কষতে থাকে। এরই ধারাবাহিকতায় তারা সেদিন মোহন ও মানিকসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীদের উপর বর্বর হামলা চালায়। এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিলো, এই হামলায় ভয় পেয়ে বিএনপির আর কোনো নেতাকর্মী যাতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দিকে চোখ তুলে তাকাতে না পারে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সংঘর্ষের দিন আহত হওয়া মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মানিক, সিফাতুর রহমান রাজু, সাবেক ১ম সহ-সাংগঠনিক সম্পাদক মোহন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রমুখ। 


 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ ত র দল স দ ধ রগঞ জ থ ন ছ ত রদল র স ব ক আওয় ম ল গ র স ব ক সহ স ব এনপ

এছাড়াও পড়ুন:

ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১

টাঙ্গাইলের ভূঞাপু‌র বাসস্ট্যান্ডে গণপ‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম বলেন, ‍“রানা না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।” 

এলাকাবাসী জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ ভূঞাপুর বাসস্ট্যান্ডে আসেন অনেকেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। এসময় যাত্রীদের কাছ থেকে কয়েকটি পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক 

নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন। তারা প্রকাশ্যে ধূমপান, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও পরিবহনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ইউএনও’র কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনও‌কে দেখে নেওয়ার হুম‌কি দেন। প‌রে পু‌লি‌শে তাকে আটক করে। 

ভূঞাপুরের ইউএনও মোছা. প‌পি খাতুন ব‌লেন, “বাসস্ট্যান্ড এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এ ঘটনায় রানা না‌মের একজন উপজেলা কার্যাল‌য়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আমাকে  হুম‌কি দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
  • সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য  সংগঠকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টেডফাস্ট কর্মী নিহত, আহত ১ 
  • ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ
  • ফতুল্লায় ডাইং কারখানায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৩
  • সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
  • ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১
  • রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার