নিজের মতো দেখতে ভক্তকে রোনালদো বললেন, ‘তুমি খুব কুৎসিত’
Published: 8th, March 2025 GMT
ঘটনাটি গতকাল রাতে সৌদি প্রো লিগে আল নাসর ও আল শাবাবের মধ্যকার ম্যাচ শুরুর আগের। অনুশীলনের মধ্য দিয়ে মাঠে নামার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর সতীর্থরা। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন অল্প কিছু দর্শকও।
যাঁরা গ্যালারিতে থেকে উপভোগ করছিলেন রোনালদোদের রানিং। সে সময় স্ট্যান্ডে এমন এক রোনালদো–ভক্ত ছিলেন, যিনি দেখতে অনেকটা রোনালদোর মতোই। এমনকি তাঁর চুলের স্টাইল, দাঁড়ানোর ভঙ্গি এবং মুখের অভিব্যক্তিও দেখতে রোনালদোর মতোই।
দৌড়াতে থাকা রোনালদোর একটু পর চোখ পড়ে তাঁর মতো দেখতে পর্তুগালের জার্সি পরা সেই লোকটির ওপর। একপর্যায়ে রানিং অবস্থাতেই হঠাৎ করে সেই ভক্তের উদ্দেশে কথা বলতে শুরু করেন রোনালদো। আল নাসর তারকা বলেন, ‘ভাই, তুমি দেখতে আমার মতো না। একেবারেই আমার মতো না। তুমি দেখতে খুবই কুৎসিত।’ রোনালদোর এই কথার জবাবে তাঁর মতো দেখতে সেই ভক্তও প্রতি উত্তর দেন।
আরও পড়ুনরোনালদোর গোল নাম্বার ৯২৬: অর্ধেক তাঁর ৩০-এর আগে, অর্ধেক ৩০-এর পরে৮ ঘণ্টা আগেরোনালদোর দৃষ্টি আকর্ষণ করতে পেরে উৎফুল্ল সেই ভক্ত বলেন, ‘ভাই তুমি সেরা। তুমিই সেরা।’ তাঁর এই কথার জবাবে হাসতে হাসতে থাম্বস আপ দেখান রোনালদো। মজার এই কথোপকথনের পুরোটাই রোনালদো অবশ্য দৌড়াতে দৌড়াতে করেছেন। আর ভক্তের সঙ্গে রোনালদোর এই খুনসুটিতে মজা পেয়েছেন অন্যরাও।
ভক্তের সঙ্গে মজা করার ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত হাসিমুখে শেষ করতে পারেননি রোনালদো। নিজে গোল পেলেও জিততে পারেনি দল। আল শাবাবের সঙ্গে আল নাসর ড্র করেছে ২-২-এ। তবে এই ম্যাচে গোল করে হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ‘সিআর সেভেন’। রোনালদোর গোল এখন ৯২৬।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প