ফরিদপুরে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ওই কিশোর শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের।

শুক্রবার রাত ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকেল তিনটার দিকে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

ভুক্তভোগী শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদউজ্জামান বলেন, অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুটির চাচার হোটেলের কর্মচারী। গতকাল রাত আটটার দিকে ওই কিশোরকে হোটেল থেকে বাড়িতে পাঠানো হয় মশার কয়েল দিয়ে। এ সময় কিশোরটি ওই শিশুকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে তাকে নিয়ে বের হয়। রাত ৮টার দিকে শিশুটিকে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই কিশোর শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিয়ে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি আসাদউজ্জামান আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুয়ায়ী আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে।
 সেহেতু, তৌফিকুল ইসলাম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।প

সম্পর্কিত নিবন্ধ