ভারতের বাড়তি সুবিধা কোথায়, বুঝতে পারছেন না কোচ
Published: 8th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত অপরাজিত ভারত। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে ভারতের ভেন্যু-সংক্রান্ত সুবিধা পাওয়া নিয়ে চলা বিতর্কের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। তার মতে, ভারত কীভাবে বাড়তি সুবিধা পাচ্ছে, সেটাই তিনি বুঝতে পারছেন না।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতের নির্দিষ্ট একটি ভেন্যুতে সব ম্যাচ খেলা নিয়ে সমালোচনা শুরু হয়। অন্য দলগুলোকে বিভিন্ন দেশে ও ভিন্ন মাঠে খেলতে হলেও ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এ নিয়ে ইংল্যান্ডের নাসের হুসাইন, মাইক আথারটনসহ অনেকে প্রশ্ন তুলেছেন। দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলারও ভারতের সুবিধা পাওয়া নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। এমনকি মিলার তো ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন করার কথাও জানিয়েছেন।
এই সমালোচনার জবাবে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তার সুরেই কথা বললেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। দুবাইয়ে সংবাদ সম্মেলনে কোটাক বলেন, ‘আমি বুঝতেই পারছি না এখানে বাড়তি সুবিধার কী আছে। সূচি তো আগেই নির্ধারিত হয়েছিল। আমরা টানা চার ম্যাচ জেতার পর এই বিতর্ক শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি, কিন্তু সব ম্যাচ আলাদা উইকেটে হয়েছে। এটা পরিকল্পিত সূচির অংশ। ভালো খেলে জিততে হয়, শুধু সুবিধা পেলেই জয় আসে না।’
কোটাকের মতে, এই বিতর্কের আসলে কোনো ভিত্তি নেই। তিনি বলেন, ‘দিনশেষে ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। যদি ভালো না খেলতে পারেন, তাহলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে সমালোচনা করাও ঠিক নয়।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
টানা দুই মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্রুককে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তাঁর দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের