চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
Published: 8th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র অপরাজিত দল ভারত ফাইনালে উঠলেও, সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই মহারণে কে জয়ী হবে, তা নির্ধারণ করবে দুই দলের পারফরম্যান্সের সামান্য ব্যবধান।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘যদি কোনও দল ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা নিউজিল্যান্ড।’ যদিও রোহিত শর্মার দল ফেভারিট হিসেবে শুরু করবে, তবে ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন তিনি।
ফাইনালের সম্ভাব্য ম্যাচসেরা খেলোয়াড় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। তার মতে, অলরাউন্ডারদের মধ্য থেকেই উঠতে পারে ম্যাচের নায়ক। তিনি বলেন, ‘ভারতের পক্ষে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ম্যাচসেরা হতে পারেন।’ ফিলিপসের ব্যাটিং, ফিল্ডিং ও বল হাতেও অবদান রাখার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
এছাড়া শাস্ত্রী মনে করছেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি টুর্নামেন্টে কোহলি ও উইলিয়ামসন উভয়েই একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন, ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার একটি এসেছে সেমিফাইনালে। শাস্ত্রী বলেন, ‘যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরে জেলা প্রশাসনের অভিযান
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্পেশাল মোবাইল কোর্ট।
রবিবার (৯ মার্চ) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নির্দেশনায় নগরীর কাজীর দেউড়ি বাজার ও চকবাজার-এ এই অভিযান পরিচালিত হয়।
কাজীর দেউড়ি বাজার-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।
এসময় ভোজ্যতেল ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করা এবং বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য বিক্রয়, পণ্যের মোড়ক ঠিকমতো না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
একই দিনে মহানগরীর চকবাজার কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। অভিযান চলাকালে ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ওজন ও পরিমাণ মানদণ্ড আইনে ৫টি মামলায় মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
ঢাকা/রেজাউল/এস