বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অগ্রগতি হয়েছে। তারা আরও এগিয়ে যাবে। তবে নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে দেখতে চাই। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।

আজ শনিবার জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।

সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, নারীদেরকে আমরা সামগ্রিকভাবে বঞ্চিত রাখি। নারী নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে, এজন্য পুরুষরাই দায়ী। নারীদের আরও সচেতন হতে হবে। সাম্প্রতিক একটি ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যেন নারী দিবস পালন করতে না হয়।

কাজী রওনাক হোসেন বলেন, শুধু নারী দিবস পালন করলেই হবে না, নারীদের সর্বক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিতে হবে। এজন্য আমাদের ভূমিকা রাখতে হবে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাদের নিয়ে শুধু লোক দেখানো কথা বললে হবে না, তাদের ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজও সত্য সুন্দর’ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় প্রেসক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

কক্সবাজার থেকে হেঁটে ১২ দিনে ঢাকায়, ৯০ দিনে যেতে চান এভারেস্টচূড়ায়

১৯৯০ সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপ দ্বিতীয়বারের মতো এভারেস্ট শৃঙ্গে আরোহণের পরিকল্পনা করেন। তাঁর একক অভিযানটির নাম দেন ‘সি টু সামিট এক্সপেডিশন’। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর প্রয়াস। টিম করেছিলেনও তা–ই, ভারতের গঙ্গাসাগর থেকে ৯৬ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পা রাখেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে।

৩৫ বছর আগের ম্যাকার্টনির সেই কৃতিত্ব বেশ অনুপ্রাণিত করেছে বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলকে। এই তরুণও তাঁর অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’। দেশের জনপ্রিয় পর্যটনস্থান কক্সবাজার সমুদ্রসৈকত থেকে শাকিল হেঁটে জয় করতে চান এভারেস্ট শৃঙ্গ। সেই লক্ষ্য নিয়েই গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে হাঁটা শুরু করেছেন।

এভাবে হেঁটে হেঁটেই অভিযান সম্পন্ন করতে চান ইকরামুল হাসান শাকিল

সম্পর্কিত নিবন্ধ