খাদ্যে রাসায়নিকের ব্যবহার ও ভেজাল খাদ্য বাজারজাতকরণ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে সমকাল সুহৃদ সমাবেশ, রাবি ইউনিট। শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর হোটেল, ফলের দোকান ও জুসের দোকানসহ বিভিন্ন কাঁচামালের দোকান ঘুরে বিক্রেতাদের সতর্ক এবং ক্রেতাদের সচেতন করেন সংগঠনের সদস্যরা।

প্রচারাভিযানে খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক ও ভেজালমুক্ত খাবারের জন্য আমাদের করণীয় বিষয়ক আলোচনায় সংগঠনের সভাপতি আবু সাহাদাৎ বাঁধন দোকানিদের উদ্দেশে বলেন, ‘বিশ্বে প্রতিবছর প্রায় ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাবার গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে অসংক্রামক রোগে প্রাণ হারান ৪ লাখের বেশি মানুষ। তাই জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হলে আপনাদেরও সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাবার বিক্রির বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ খালিদ ও তাজিউর রহমান তাজ, কোষাধ্যক্ষ দিপু বিশ্বাস, সুহৃদ সিয়াম, বিপ্লবসহ কর্মসূচিতে যুক্ত হন অন্য শিক্ষার্থীরা।
সংগঠনটির সদস্যরা বলেন, ভেজাল খাদ্য রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দোকানিদেরও উচিত ন্যূনতম লাভে বিশুদ্ধ খাবার বিক্রি করা, যাতে সাধারণ মানুষ সুস্থ থাকতে পারে। ভবিষ্যতে এমন আরও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় কর্মসূচির প্রথম পর্ব।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বেনাপোল বন্দর থেকে আরেকটি ট্রাক ফেরত নেওয়া হচ্ছে 

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। তৃতীয় দেশের গার্মেন্টস পণ্য নিয়ে বেনাপোল বন্দরে একটি বাংলাদেশি ট্রাক দাঁড়িয়ে আছে। পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ কার্পাস (গেট পাস) না দেওয়ায় ভারতে প্রবেশ করতে পারেনি। রপ্তানিকারক প্রতিষ্ঠান ফেরত নেওয়ার কথা ভাবছে। 

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুরের রপ্তানিকারক ব্লু প্লানেট নিটওয়ার লিমিটেড ট্রান্সশিপমেন্ট সুবিধায় গার্মেন্টস সামগ্রী স্পেনে রপ্তানির জন্য বেনাপোল বন্দরে ট্রাক পাঠায়, যার আমদানিকারক পুল অ্যান্ড বেয়ার স্পেন। ঢাকা মেট্রো ট ২০-৯০০৫ নম্বর ট্রাকে ৩৬৭ প্যাকেজ টি-শাট ও মহিলাদের ট্যাংক টপ পণ্য আছে। ৪৩০১ কেজি গার্মেন্টস সামগ্রীর রপ্তানি মূল্য ৯৭ লাখ ৭৮ হাজার ৮৫৮ টাকা। পণ্য চালানটি রপ্তানির জন্য বেনাপোল কাস্টমসে কাগজপত্র দাখিল করেন রানা ইন্টারন্যাশনাল নামের সিএন্ডএফ এজেন্ট। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, ট্রান্সশিপমেন্ট সুবিধার এসব পণ্য পেট্রাপোল বন্দর হয়ে কলকাতার দমদম এয়ার পোর্ট ব্যবহার করে স্পেনসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছিল। এসব পণ্য বাংলাদেশ থেকে বিমান পথে রপ্তানি হলে পরিবহন ব্যয় বেশি পড়ে এবং ট্রান্সশিপমেন্ট সুবিধায় খরচ কম পড়ে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এর আগে বুধবার চারটি ট্রাক ফেরত গেছে, বন্দরের ভেতর একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এ খবর জানতে পেরে অন্য রপ্তানিকারকরা পণ্য লোড বন্ধ করে রেখেছেন।   

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, তৃতীয় দেশে কোনো পণ্যের আজ রপ্তানির জন্য কার্পাস হয়নি।    

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের পণ্যের কার্পাস না দেওয়ায় পণ্য বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরের টার্মিনালে দাঁড়িয়ে আছে। 
 

সম্পর্কিত নিবন্ধ