বাজেটের ৮০ শতাংশ উশুল, ‘সিকান্দার’-এ কে কত পরিশ্রমিক পেলেন
Published: 8th, March 2025 GMT
এ বছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পাবে। টিজারের পর মুক্তি পেয়েছে প্রথম গান। ছবিতে সালমানের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের ৮০ শতাংশ নাকি উশুল করে নিয়েছেন নির্মাতারা।
এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘সিকান্দার’ ছবিটি এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।
এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে। এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।
সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন।
‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মাতারবাড়ী প্রজেক্ট থেকে চুরি হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার
কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মাতারবাড়ী রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।
এতে বলা হয়, মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময় পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের মালামাল চুরি হওয়ার অভিযোগে নৌবাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় চুরি হওয়া নির্মাণসামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ মালামাল উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল পুলিশের উপস্থিতিতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের করা হয়েছে।
মাতারবাড়ীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।