প্রতীকী ছবি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চৌগাছা উপজেলা ও কলেজ ছাত্রদলের আহ্বায়কের পদ স্থগিত

যশোরের চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে মারধরের ঘটনায় সংগঠনটির দুই ইউনিটের আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই জনের পদ স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

নাটোরে থানা থেকে ছিনিয়ে নেওয়া ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, আহত ৪

পদ স্থগিত নেতারা হলেন-চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিন।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে একটি পাম্পে তেল নেওয়ার জন্য যান চৌগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন নেতা সেখানে হাজির হন। কোন কিছু বুঝে ওঠার আগেই একজন তার (ইমন) ওপর ঝাঁপিয়ে পড়েন। এরপর বাকিরা মিলে তাকে মারধর করেন। এ ঘটনার জেরে চৌগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন রবিনের পদ স্থগিত করে জেলা ছাত্রদল।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ