এক দিনের সিদ্ধান্তে পেশা বদলে ফেললেন ফায়জা আহমেদ
Published: 8th, March 2025 GMT
ফায়জা আহমেদ তখন একটি অন্দরসজ্জা প্রতিষ্ঠানের মালিক। মাসিক যা উপার্জন, তাতে হেসেখেলে নির্ভার দিন কাটানো যায়। কিন্তু ফায়জার ভেতরটা খচখচ করে। কেন? ‘দেশের ঐতিহ্য মাথায় রেখে নকশা করতে চাইতাম, কিন্তু বেশির ভাগ গ্রাহক বাড়িঘর বা অফিস সাজাতে বিদেশি নকশার কথা বলতেন। তারা হয়তো বলতেন, গুগলের অফিসের মতো করে সাজিয়ে দিন!’ ফায়জার সরল উত্তর।
গ্রাহকের চাহিদামতো কাজটা হয়তো করতেন, কিন্তু মন থেকে মানতে পারতেন না। নিজের সৃজনশীলতা দিয়ে কাজ করতে না পারার আক্ষেপ দিনে দিনে বাড়তে থাকল। একদিন স্থির করলেন, না, এভাবে আর নয়। ফায়জা বলেন, ‘দিনটি ছিল আমার জন্মদিন (২০১৩ সালের ৩১ অক্টোবর)। এক দিনের সিদ্ধান্তে পেশা বদলে ফেললাম।’
পড়াশোনা যেহেতু চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে করছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইলেন। ঠিক করলেন পোশাকেই শিল্পচর্চা করবেন। সামান্য পুঁজি নিয়ে ১৬টি তাঁতের শাড়ি কিনলেন। বাংলা ভাষার বিখ্যাত কবি, লেখকদের কবিতা গান জুড়ে সাধারণ শাড়িগুলোই করে তুললেন ‘অসাধারণ’। বিক্রিও হয়ে গেল। আস্তে আস্তে প্রশংসা পেতে শুরু করলেন। পান্থপথেই ছোট একটা অফিস নিলেন। নাম দিলেন ‘মানাস’। ফায়জা আহমেদের ‘মানাস’ আজ দেশের ফ্যাশন জগতে পরিচিত এক নাম। এক যুগের এই যাত্রা সহজ ছিল না। আলাপচারিতায় নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘একগুঁয়ে’, ‘জেদি’ শব্দগুলো বেশ কয়েকবার উচ্চারণ করলেন ফায়জা আহমেদ। ডিজাইনার হিসেবে ‘মানাস’কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর এই সব চারিত্রিক বৈশিষ্ট্য নাকি বেশ কাজে দিয়েছে।
ফায়জা আহমেদ মনের শান্তির খোঁজে গড়ে তুলেছেন ফ্যাশন হাউস ‘মানাস’.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, বুধবার আবার সভা
বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের আজকের (৮ এপ্রিল) সভায় সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বুধবার (৯ এপ্রিল) আবার সভা হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ঈদের আগে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা সভার পরও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে ছুটির পরে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম সভা হয়। সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) দপ্তরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জন ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা সভায় উপস্থিত ছিলেন। আজ বেশকিছু সময় সভা চললেও দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সভা সূত্রে জানা গেছে, সয়াবিন তেলের দাম এক লাফে ১৮ টাকা বাড়ানোর কারণ হিসেবে আমদানি পর্যায়ে শুল্ক–কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক-কর রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। তবে, এখন পর্যন্ত শুল্ক-করের সুবিধা অব্যাহত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এনবিআর।
মিল মালিকরা জানিয়েছেন, শুল্ক-কর রেয়াত সুবিধা বাড়ানো হলে দাম বাড়ানো থেকে সরে আসবেন তারা।
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ ট্যারিফ কমিশনে এ বিষয়ে চিঠি দিয়ে ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব দেয় পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। সে হিসাবে লিটারে ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ৯৩৫ টাকা।
একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম প্রস্তাব করা হয়েছে লিটার প্রতি ১৭০ টাকা। বর্তমানে সরকার নির্ধারিত দাম লিটার প্রতি ১৫৭ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটার প্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তবে, দাম বাড়ানোর জন্য সরকারের অনুমতি এখনো মেলেনি। এ কারণে দফায় দফায় সভা করা হচ্ছে।
ঢাকা/হাসনাত/রফিক