চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কোহলি যেসব মাইলফলকের সামনে
Published: 8th, March 2025 GMT
দুবাইয়ে হবে নাকি বিরাট কোহলির আরেকটি ‘মাস্টারক্লাস’? গত মঙ্গলবার এই দুবাইয়েই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির ৮৪ রানের দারুণ এক ইনিংসে ফাইনালে ওঠে ভারত। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির সেই ফাইনাল। দুবাই স্টেডিয়ামে আগামীকাল শিরোপা–লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে দারুণ এক মাইলফলক।
আরও পড়ুনআইসিসি টুর্নামেন্টে ‘রাজা’ ভারত, ‘রানি’ নিউজিল্যান্ড১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ফর্ম ফিরে পেয়েছেন কোহলি। সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ফাইনালেও কোহলির ব্যাট চওড়া হয়ে উঠবে—প্রত্যাশা ভারতের সমর্থকদের। সেটি পারলে কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে ১৬ ইনিংসে ৭৪৬ রান নিয়ে দুইয়ে। রেকর্ডটি নিজের করে নিতে কোহলির চাই আর ৪৬ রান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
‘১০০০ হলে ভালো, না হলে সমস্যা নেই’—বললেন রোনালদো
এটা কী বললেন ক্রিস্টিয়ানো রোনালদো—এমন বিস্ময় অনেকের কণ্ঠেই ঝরে পড়তে পারে। ফুটবলবিশ্ব রোনালদোকে চেনে দাম্ভিক আর রেকর্ডের প্রতি আচ্ছন্ন এক ফুটবলার হিসেবে। সেই রোনালদোই কিনা একটি অনন্য মাইলফলক নিয়ে বললেন—হলে ভালো, না হলে সমস্যা নেই!
কথা হচ্ছে রোনালদোর ১০০০ ক্যারিয়ার গোলের মাইলফলক নিয়ে। আল নাসরের পর্তুগিজ তারকা ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর থেকেই ফুটবলপ্রেমী তথা রোনালদো–ভক্তরা শুরু করেছেন ১০০০ গোলের ক্ষণগণনা। রোনালদো নিজেও আগে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার ইচ্ছা নিয়ে কথা বলেছেন।
ইদানীং রোনালদো একটি বা দুটি গোল করলেই চলে আসে ১০০০ গোলের প্রসঙ্গ। গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে আল নাসরের ৩–১ ব্যবধানের জয়ে রোনালদো করেছেন জোড়া গোল। তাতে রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১–এ। এরপর আবার শুরু হয়েছে সেই প্রসঙ্গ নিয়ে কথাবার্তা।
গোলের পর রোনালদোর উদ্যাপন। কাল রাতে সৌদি প্রো লিগে