২ / ৬তাহসানের পোস্ট করা সেই স্থিরচিত্রে যেন হুমড়ি খেয়ে পড়েন তাঁর ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা। আজ শনিবার সকাল পর্যন্ত সেই স্থিরচিত্রে রিঅ্যাকশন পড়েছে ১৭ লাখের বেশি, এর মধ্যে ১০ লাখের বেশি লাভ রিঅ্যাকশন। মন্তব্য এসেছে ২ লাখ ২৬ হাজার। তাহসানের পোস্ট করা সেই স্থিরচিত্র শেয়ার হয়েছে ৮৭ হাজারের বেশি। কাছাকাছি সময়ের কোনো তারকার বিয়ের স্থিরচিত্র নিয়ে এমন আগ্রহ চোখে পড়েনি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুলনায় থানা ঘেরাও করলেন বিএনপির নেতাকর্মীরা

দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি, হয়রানি ও স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা ঘেরাও করেছে খানজাহান আলী থানা বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করেন তারা।  

এ সময় সেখানে সমাবেশে বক্তারা খানজাহান আলী থানার ওসি কবির হোসেন ও এএসআই ইশতিয়াকের অপসারণ দাবি করেন। সমাবেশ থেকে ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। 

 

 

সম্পর্কিত নিবন্ধ