পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
Published: 8th, March 2025 GMT
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নে ভিতরগড়ে ৭৪৪ মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। সকালে সেখানকার আবালুপাড়া থেকে প্রায় ৫০ গজ ভারতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসএফ
এছাড়াও পড়ুন:
আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর মাটিলা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।
রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশপুরে মাটিলা বিওপি’র বিপরীতে ভারতের রণঘাট বিএসএফ ওই দুইজনকে আটক করে।
ফেরত দেওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।
আরো পড়ুন:
ঢাকাকে গুরুত্ব দিয়ে ঈদ-নিরাপত্তায় বিশেষ তৎপরতা
টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর রণঘাট কোম্পানির সঙ্গে সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফ-এর রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার।
এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ