দুপুরের পর থেকেই তাপমাত্রা কমতে থাকে। বর্তমানে শিলংয়ের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কিন্তু এই সময়ে বাংলাদেশে গরম অনুভূত হচ্ছে। দুই রকম তাপমাত্রায় কিছুটা ভাবাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু ভারতই নয়, সেখানকার ঠান্ডা কন্ডিশনও। 

তবে সৌদি আরবে ক্যাম্প করতে যাওয়া ফুটবলারদের বিশ্বাস, শিলংয়ের ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন তারা। মধ্যপ্রাচ্যের দেশটিতেও সন্ধ্যার পর ঠান্ডা অনুভূত হয়। তাই সৌদির ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘এখানে আমরা আগেও ক্যাম্প করেছি। এবার মাঠ আগের চেয়ে অনেক ভালো। সৌদির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেটা শিলংয়ের ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানাতে সাহায্য করবে।’ 

তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে শুক্রবারও অনুশীলন করেছে বাংলাদেশ। কন্ডিশন নিয়ে কোচের মতোই মন্তব্য ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের, ‘এখানে ঠান্ডা আবহাওয়া। তবে আমার মনে হয়, এটার সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য তেমন সমস্যা হবে না। কারণ, এখানে যেহেতু আমরা ১০-১২ দিন থাকব। আমার মনে হয়, শিলংয়েও একই রকম কন্ডিশন থাকবে; আমাদের তেমন একটা সমস্যা হবে না।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে ফিলিস্তিনিদের কোন দেশে সরিয়ে নিতে চান সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, গাজা উপত্যকার ‘নিয়ন্ত্রণ ও মালিকানার’ জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো হবে।

আরও পড়ুনবাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প২৬ জানুয়ারি ২০২৫

গাজায় একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় বসবাস করতে চায় না।

অপরদিকে গাজা নিয়ে ট্রাম্পের সুরে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের একটি পরিকল্পনা রয়েছে। তাঁরা সেটি নিয়ে কাজ করছেন।

আরও পড়ুন১৫ চিকিৎসাকর্মী হত্যার ভিডিও প্রকাশ, কী আছে ভিডিওতে০৬ এপ্রিল ২০২৫

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। এ জন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)। গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ করে আসা এই সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উসকে দেওয়ার শামিল।

সম্পর্কিত নিবন্ধ