‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৫’ পেলেন নাট্যজন রুমা মোদক। আজ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে ‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’– স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল গতকাল ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়নের আয়োজন করে। নাটকের ওই প্রদর্শনীর আগে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন চীনের রবীন্দ্র বিশেষজ্ঞ ও চীনাভাষায় রবীন্দ্র রচনাবলির অনুবাদক অধ্যাপক দং ইউ ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যগবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা নাট্যজন বাবুল বিশ্বাস প্রমুখ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে রুমা মোদক বলেন, ‘যে কোন পুরস্কার কাজের আনন্দ বাড়িয়ে দেয়। ভালো লাগছে নারী দিবস উপলক্ষ্যে এমন সম্মননা পেয়ে। এই সময়ে নারীরা পদে পদে নির্যাতিত হচ্ছে। আমি সম্মননা পাচ্ছি। আমি খুবই ভাগ্যবাতী একজন নারী’।
বিশ্বের সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে বাংলাদেশের প্রথম নাট্যদল হিসেবে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল।
দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নুনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা, জয়িতা মহলানবীশ, হৃদি হক এবং স্বপ্নদলের নিয়মিত নারী-নাট্যকর্মীসহ সকল নিয়মিত নাট্যকর্মীর মাতাদের। আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও হলবরাদ্দের কারণে এ বছর একদিন আগে দিবসটি পালন করে স্বপ্নদল।