‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৫ মার্চ হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের দেওয়া বিবৃতি সে কথাই বলছে। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খবর বিবিসির

টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তাঁরা এই সিরিজে প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করেন তাঁরা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যের ইতি টানেন যুগল।

বিবাহবিচ্ছেদের আগে নাকি পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন। সাবেক স্ত্রীর আত্মহত্যার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ডেভিড। সমাজিক যোগাযোগমাধ্যমে  লিখেছেন, ‘পামেলার মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। এখনো বিষয়টি মেনে নিতে পারছি না। অনুরাগীদের উদ্দেশে তাই আন্তরিক অনুরোধ, আমাদের পাশে থাকুন। অযথা কৌতূহলী হয়ে আমাদের ব্যক্তিগত জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না।’

ডেভিড ও পামেলার দুই কন্যাসন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুনস্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার২৭ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সম্পর্কের ৫০ বছর: বাংলাদেশে প্রথমবার চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী এক্সিবিশন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রদর্শনীর।

‘দ্য ল্যানটিং লিগ্যাসি’ প্রতিপাদ্যে সাত দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস, বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চীনা দূতাবাসের অ্যাটাশে সুন খ্যংনিং ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা।

উদ্বোধনী বক্তৃতায় সুন খ্যংনিং বলেন, “আমরা এই বছর প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছি। তাড়াহুড়া করে এই আয়োজন করা হয়েছে, তাই সুন্দরভাবে আয়োজন করতে পারিনি। এর জন্য ক্ষমাপ্রার্থী; তবুও আশা করি, দর্শকরা চীনা ক্যালিগ্রাফির সৌন্দর্য উপভোগ করবেন।”

চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে দুই দেশের সম্পর্ক আরো উচ্চ স্তরে পৌঁছাবে এবং গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

জাহাঙ্গীর আলম রানা বলেন, চীনা ক্যালিগ্রাফি তিন হাজার বছরের পুরোনো। তুলি, কালি, কলম ও কাগজ দিয়ে চীনা শিল্পীরা নান্দনিক ক্যালিগ্রাফি তৈরি করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনা ক্যালিগ্রাফিভক্ত লিউ চেন, কো তাহাই, হু সংসহ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত নিবন্ধ