খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ
Published: 8th, March 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ সেকেন্দার আলী (৬৫)। তার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায়। তবে, সদরে ভাড়া থেকে তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন।
ধর্ষণের শিকার ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর, অন্যজনের ১০ বছর। ৮ বছর বয়সী শিশুটির বাড়ি ভোলায় এবং ১০ বছর বয়সী শিশুটির বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়। শিশু দুটি মুন্সীগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
পুলিশ জানায়, গত রবিবার বেলা ৩টার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দার আলী। পরে দুই শিশুকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি যেন কাউকে না বলে, এ জন্য তাদের ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘‘শিশু দুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আট বছর বয়সী শিশুটির মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র বয়স উপজ ল
এছাড়াও পড়ুন:
সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, বেসরকারী টিভি চ্যানেল এনটিভি’র জেলা প্রতিনিধি ও জাতীয়পত্রিকাদৈনিক মানব জমিন’র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের শাশুড়ী রাজিয়া সুবেদার (৭৫) আজসকাল ৯ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসরসিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ)আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে পরিবারে ২ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
বিল্লাল হোসেন রবিনের শাশুড়ীরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।