অভিনয়ে আর আগের মতো পাওয়া যায় না নন্দিত অভিনেত্রী অপি করিমকে। উপস্থাপনায়ও অনিয়মিত। কোনো উৎসব আয়োজনেই শুধু পর্দায় দেখা মেলে তাঁর। নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিনটি বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ এই দিবস উপলক্ষে ওয়েব কনটেন্টে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ বলবেন অপি করিম। সম্প্রতি নির্মিত হয়েছে এ সচেতনতামূলক ওয়েব কনটেন্ট। যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন এ অভিনেত্রী। রাসেল মাহমুদের স্ক্রিপ্টে এটি নির্মাণ করেছেন সজল আহমেদ।
অপি করিম বলেন, ‘নারী দিবস উপলক্ষে কিছু সত্য কথা বলতেই ওটিটি কনটেন্টটিতে হাজির হব। আশা করছি, নারীদের সচেতনতা বাড়াতে এটি সাহায্য করবে।’
সজল আহমেদ বলেন, ‘এ কনটেন্টের মাধ্যমে নারীদের চলমান কিছু বাস্তব প্রেক্ষাপট, তাদের কিছু সত্য কথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে দেওয়া হয়েছে। এ রকম সচেতনতামূলক একটা কনটেন্টের জন্য একজন সফল নারীই প্রয়োজন ছিল, কারণ একজন সফল নারীর কাছ থেকে মেসেজটা গেলে সাধারণ মানুষ সেটা সহজেই গ্রহণ করবেন। এর জন্য অপি করিম আপুকেই আমার কাছে সবচেয়ে সফল নারী বলে মনে হয়েছে। যার কারণে আমি তাঁকেই নিয়েছি।’
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ থেকে কনটেন্টটি অনলাইনে উন্মুক্ত হবে।
বড় পর্দায় অপি করিম সর্বশেষ অভিনয় করেন ‘মায়ার জঞ্জাল’ সিনেমায়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী ও প্রযোজনা করেছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। ছবিটি অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ছুটির পর প্রাণ ফিরল বাংলাবান্ধা বন্দরে
ঈদুল ফিতর উপলক্ষে আটদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকার পর আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম।
বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন। তিনি বলেন,গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে মোট আটদিন ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ রোববার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের সাব ইন্সপেক্টর ফিরোজ কবীর জানান, ঈদের টানা আটদিন ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।