চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের তীব্রতা বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে চীনের বাণিজ্যসহ সামগ্রিক সম্পর্কের উন্নয়ন হয়েছে বলে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেছেন, গত বছর রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকে ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি হয়েছে। ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এই দুই দেশকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ওয়াং। যুক্তরাষ্ট্রের নাম মুখে না আনলেও পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকেই বার্তা দিয়েছেন তিনি। ওয়াং জানিয়েছেন, ক্ষমতার রাজনীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে চীন ও ভারতকে। চীনের রাজধানী বেইজিংয়ে বার্ষিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ভারত ও চীনের শক্তির কথা বলতে গিয়ে ‘হাতি’ ও ‘ড্রাগন’-এর উপমা ব্যবহার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘ড্রাগন ও হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে। তাতে দুই দেশেরই লাভ, যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সারা বিশ্বের জন্যই তা লাভজনক।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই চীনকে কঠোর বার্তা দিয়েছেন। চীনের পণ্যে প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন তিনি। এরপর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চীনের পণ্যে যুক্তরাষ্ট্র ২০ শতাংশ বাড়তি শুল্ক নিচ্ছে। ট্রাম্পের এ পদক্ষেপ ভালো চোখে দেখেননি সি চিন পিং। চীনও বসে নেই, তারা কঠোর বার্তা দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে। তারা বলেছে, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক, বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে তৈরি আছি।’ জবাবে পেন্টাগন জানায়, তারাও তৈরি আছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বাক্যবিনিময়ের মধ্যেই শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে বার্ষিক সংবাদ সম্মেলন করেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্ন উঠলে বন্ধুত্বের বার্তা দেন তিনি। বলেন, গত এক বছরে ভারত ও চীনের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী দিনে এই দুই দেশ একসঙ্গে কাজ করলে তার একাধিক ইতিবাচক ফল পাওয়া যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ন র পরর ষ ট রমন ত র

এছাড়াও পড়ুন:

তবে কি মহওয়াশের প্রেমে মজেছেন চাহাল 

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের হৃদয় ভেঙেছেন ধনশ্রী ভার্মা। স্ত্রী বিচ্ছেদ চেয়েছেন। যে কারণে বিচ্ছেদের আবেদন করেছেন তারা। আলাদাও থাকছেন। তবে কাগজে-কলমে এখনো ছাড়াছাড়ির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর মধ্যেই খবর নতুন প্রেমে মজেছেন চাহাল। 

পাঞ্জাব সুপার কিংসের তারকা আরজে মহওয়াশের সঙ্গে প্রেম করছেন বলে খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। যদিও দুই পক্ষের কেউ বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি। তবে আইপিএলে চাহালের জন্য মহওয়াশের গলা ফাঁটাতে আসা এবং সামাজিক মাধ্যমে ওই ছবি পোস্ট করা নতুন করে গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। 

ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করার কিছুদিন পরেই খবর আসে রেডিও আরজে মহওয়াশের সঙ্গে ডেটিং করছেন ডানহাতি ভারতীয় স্পিনার। তাদের একসঙ্গে ক্রিসমাস উদযাপনের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছাড়া ফেলে। 

তবে বেশি আলোচনার জন্ম দেয় দুবাইতে তাদের একসঙ্গে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপভোগ করার একটি ছবি। দুবাইয়ের স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল পাশাপাশি বসে দেখেন চাহাল ও মহওয়াশ। লাইভ টিভিতে বারবার ক্যামেরা তাদের ওপর নজরও রাখছিল। 

সামাজিক মাধ্যমে ওই সময় কিছু ছবি প্রকাশ পায়। যাতে দাবি করা হয়, ভারতের ফাইনাল দেখার সময় ভিআইপি গ্যালারির দর্শকের মাঝে বসেই একে অপরের ঠোঁটের উষ্ণতা উপভোগ করেছেন তারা। এবার আবার আইপিএলের গ্যালারিতে এসে মহওয়ামের পোস্ট করা ছবি জানান দিচ্ছে গভীর প্রেমে মজেছেন তারা। 

সম্পর্কিত নিবন্ধ

  • আইফোনে কি সত্যিই একসঙ্গে সামনের ও পেছনের ভিডিও করা যাবে
  • তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর গান
  • এত বছর কেউ আমার কথা ভাবেনি: জিৎ
  • তবে কি মাহওয়াশের প্রেমে মজেছেন চাহাল 
  • তবে কি মহওয়াশের প্রেমে মজেছেন চাহাল 
  • ওয়াক্‌ফ নিয়ে ভারতের মণিপুরে বিক্ষোভ, পশ্চিমবঙ্গে না চালুর ঘোষণা মমতার
  • মা আমাকে বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন: বিবৃতি