পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরে ওই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে, তারা এখন সুস্থ আছেন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। চোর চক্র বাড়ি থেকে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান বলেন, ‘‘গতকাল ইফতারে নিজেদের টিউবওয়েলের পানি পান করেছিলেন। এরপর বাবা ও আমি স্থানীয় একটি বাজারে যাই। তবে, সেখানে যাওয়ার পর থেকে আমাদের প্রচুর ঘুম পাচ্ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে এসে দেখি মা ও ছোট বোন গভীর ঘুমে। এ সময় খাটের টুল বক্সের তালা ভাঙা দেখতে পাই। চোর চক্র টুল বক্সে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।’’

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির বলেন, ‘‘টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে টাকা লুট করার বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সব সময় বলে আসছি আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হবো।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বিএনপির বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সিঙ্গাপুরে সস্ত্রীক এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

আরো পড়ুন:

সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: বিএনপি

এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, “গোটা জাতি আশা করছে যে বাংলা ১৪৩২ সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি  মানুষের হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি অতীতের সকল ধুলাবালি-জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখ সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।”

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ