এটিইও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দুই বছর, কবে পরীক্ষা
Published: 8th, March 2025 GMT
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দুই বছর হতে চললেও পরীক্ষার তারিখ এখনো প্রকাশ করা হয়নি। দীর্ঘদিনেও পরীক্ষা না হওয়ায় আবেদনকারী প্রার্থীরা হতাশা প্রকাশ করেছেন।
২০২৩ সালের জুনে প্রথম এই বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বছর পর আবার সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। দীর্ঘদিনেও পরীক্ষা না হওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পিএসসি থেকে বলা হয়, ‘এ নিয়োগ নিয়ে কিছু জটিলতা থাকায় এত দিন পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দ্রুত পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছি।’
আরও পড়ুনদেশে–বিদেশে পড়াশোনা শেষে ইন্টেলে চাকরি পেলেন হাসান উল বান্না, বেতন বছরে দুই কোটি০৬ মার্চ ২০২৫পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটিইও নিয়োগে আবেদন করেছেন ৯৩ হাজার ৪০ প্রার্থী। পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ চলমান। কয়েকটি বিসিএসের নিয়োগ কার্যক্রম নিয়ে পিএসসি ব্যস্ত সময় পার করছে। জুন পর্যন্ত বিসিএসের পরীক্ষা নিয়ে ব্যস্ততা রয়েছে। জুনের পর এটিইও নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। আমরা আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করব।’
এটিইও পদে আবেদনকারী মো.
২০২৩ সালের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইনে আবেদনের সময় শেষ হওয়ার এক দিন আগে বিজ্ঞপ্তিটি স্থগিত করে পিএসসি। তখন পিএসসি প্রথম আলোকে জানায়, এটিইও নিয়োগে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে অভিজ্ঞতার ক্ষেত্রে নিয়োগবিধির সঙ্গে অসামঞ্জস্যের কারণে অনলাইনে আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫আগের বিজ্ঞপ্তিতে আবেদনসংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি সংশোধন করে ২০২৪ সালের ২৭ জুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষককে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতা যে বাধ্যবাধকতা ছিল, সেটিও বাদ দেওয়া হয়।
আরও পড়ুনচিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস নিতে চায় পিএসসি০৬ মার্চ ২০২৫বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন। করোনাভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, সেই শর্ত অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল, তাঁরাও আবেদনের সুযোগ পান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর চারটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় উচ্চ আদালত নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এ মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগের কার্যক্রম বন্ধ ছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত ও পর ক ষ দ ই বছর প এসস প রথম
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)
আইপিএল ও চ্যাম্পিয়নস লিগে আছে দুটি করে ম্যাচ।টেনিস
মন্তে–কার্লো মাস্টার্স
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫
কলকাতা নাইট রাইডার্স–লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
বিকেল ৪টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
পাঞ্জাব কিংস–চেন্নাই সুপার কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
জার্মানি–স্কটল্যান্ড
রাত ৯–৩০ মি., ফিফা+ ওয়েবসাইট
আর্সেনাল–রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
বায়ার্ন মিউনিখ–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১