সবচেয়ে বেশি আয় করা নারীকেন্দ্রিক পাঁচ সিনেমা
Published: 8th, March 2025 GMT
সাধারণত সিনেমার গল্প নায়ক কেন্দ্রিক হয়ে থাকে। তবে এই ধারায় অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নারীকেন্দ্রিক সিনেমা নির্মিত হচ্ছে। পঞ্চাশ দশকের মতো এখনো বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণ করছেন পরিচালকরা। বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা নারীকেন্দ্রিক সেরা পাঁচ বলিউড সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
দ্য কেরালা স্টোরি
সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ সালের ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় বিতর্কিত এটি। সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই বিতর্ক গভীরভাবে দানা বাঁধে। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। সিনেমাটির প্রধান প্রধান নারী চরিত্রে অভিনয় করেন— আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি। এটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। মোট আয় করে ২২০ কোটি ৭৫ লাখ রুপি (নিট)। এর মধ্য দিয়ে সর্বোচ্চ আয়কারী নারী কেন্দ্রিক হিন্দি সিনেমা হয়ে ওঠে।
তনু ওয়েডস মনু রিটার্নস
কঙ্গনা রাণৌত অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘তনু ওয়েডস মনু রিটার্নস’। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। তার বিপরীতে অভিনয় করেন আর.
আরো পড়ুন:
নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী
কেন এক বছর কথা বলেননি কারিনা-করন?
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ সিনেমা নিয়েও বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দেন আদালত। সব বাধা কাটিয়ে সিনেমাটি ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। তারপর থেকে প্রশংসা কুড়াতে থাকেন এ সিনেমার প্রধান নারী চরিত্র রূপায়নকারী অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন মহেশ কন্যা। সিনেমাটি বক্স অফিসে আয় করে ১২৬ কোটি ২৫ লাখ রুপি (নিট)।
রাজি
আলিয়া ভাট অভিনীত আরেকটি আলোচিত সিনেমা ‘রাজি’। মেঘনা গুলজার নির্মিত এই সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করেন আলিয়া। তার ক্যারিয়ারের একক ব্লকবাস্টার সিনেমা এটি। ইন্ডিয়ান স্পাই হিসেবে পাকিস্তানে বসবাস করেন আলিয়া। ফলে প্রতিটি সিক্যুয়েন্স টানটান উত্তেজনা অনুভব করেন দর্শকরা। ২০১৮ সালের ১১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। বক্স অফিসে ১২২ কোটি ৫০ লাখ রুপি (নিট) আয় করে সিনেমাটি।
মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি
কঙ্গনা রাণৌত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। পাশাপাশি তেলেগু নির্মাতা রাধাকৃষ্ণ জাগারলামুড়ির সঙ্গে এটি পরিচালনা করেন এই অভিনেত্রী। বক্স অফিসে এটি আয় করে ৯০ কোটি ৭৫ লাখ রুপি (নিট)।
তথ্যসূত্র: পিঙ্কভিলা, বলিউড হাঙ্গামা
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাজারে এলো বিএসটিআই সার্টিফাইড ইলেক্ট্রোলাইট ড্রিংক ‘আয়ন’
আজকাল স্বাস্থ্য সচেতন তরুণ-তরুণীদেরও প্রিয় পানীয় হয়ে উঠেছে ইলেক্ট্রোলাইট ড্রিংকস। তাই বাংলাদেশে স্বাদ ও সুস্বাস্থ্যের দারুণ সমন্বয়ে নিরাপদ ও বিএসটিআই অনুমোদিত ইলেক্ট্রোলাইট ড্রিংক ‘আয়ন’ বাজারে এনেছে এক্মি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড। ‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস-এ রয়েছে প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট, যা তীব্র গরমের কারণে তৈরি হওয়া পানিশূন্যতা, ক্লান্তি ও দুর্বলতা নিমেষেই দূর করে।
চিকিৎসকরা বলেন, তীব্র গরমের সময় মানব শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এই ডিহাইড্রেশন দূর করে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য যে উপাদানগুলো প্রয়োজন তা ইলেক্ট্রোলাইট ড্রিংকে পাওয়া যায়।
এক্মি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড তাই ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে লিচি ও মিক্সড ফ্রুট এর দুটি ভিন্ন ফ্লেভারে ‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাজারে এনেছে।
‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংক সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত করা হয়। এর সকল কাঁচামাল ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সেই সঙ্গে সম্পূর্ণভাবে বিএসটিআই এর গাইডলাইন অনুযায়ী সকল প্যারামিটারও অত্যন্ত গুরুত্বের সঙ্গে মানা হয়। তাইতো ‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস স্বাদ ও সুস্বাস্থ্যেও অনন্য। বিদেশি ইলেক্ট্রোলাইট ড্রিংকের তুলনায় ‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস এর মূল্যও অনেক কম, প্রতিটি ২৫০ এমএল ‘আয়ন’-এর মূল্য মাত্র ৩০ টাকা।
ভোক্তাদের আস্থা ও ভালোবাসায় দেশীয় বাজারে বোতলজাত পানি, ম্যাংগো ফ্রুট ড্রিংকস ও টেস্টি স্যালাইনসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বাজারজাত করে আসছে এক্মি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড।
এরই ধারাবাহিকতায় ভোক্তাদের কাছে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাদ্যদ্রব্য এবং পানীয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন সংযোজন এই ‘আয়ন’ ইলেক্ট্রোলাইট ড্রিংকস বর্তমানে বেশ জনপ্রিয়। সংবাদ বিজ্ঞপ্তি