নারী নির্যাতনসহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্তা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা নারীদের সংবিধান স্বীকৃত অধিকার। নারী নির্যাতনসহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সরকারকে নারী নির্যাতনসহ সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

নারী নির্যাতনসহ নারীদের বিভিন্নভাবে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষা ক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশসংনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হেনস্তা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে, যা এখনও চলমান রয়েছে। 
বিএনপি মহাসচিব বলেন, নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র ন র য তনসহ

এছাড়াও পড়ুন:

স্বর্গের ঝটিকা বাহিনী, নাকি ক্ষণিক বিদ্যুৎ চমক

বাংলাদেশে ৫ আগস্ট রাজপথে জেনারেশন জি-র নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হয়। আশ্চর্য হয়ে মানুষ দেখে যে হাজার হাজার তরুণ বুলেট উপেক্ষা করে গণভবনের দিকে এগোতে থাকে। এই সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের সন্তানদের ওপর গুলিবর্ষণে অপারগতা জানান। অবশ্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক জানাচ্ছেন, তিনি আগেই সেনাবাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের পরিণাম সম্পর্কে সতর্ক করেছিলেন। 

এ বিস্ময়কর ঘটনার সঙ্গে অনেকে ‘ফরাসি বিপ্লবের’ সাদৃশ্য দেখেছেন। কেউ কেউ বলেছেন এবং ভেবেছেন যে তারা ফরাসি বিপ্লবের মতো ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ স্থাপন করবেন। ‘সাম্য-মৈত্রী-স্বাধীনতা’ না হলেও তারা এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্র কায়েম করবেন। 
কিন্তু জনগণ কি এত কিছু ভেবে এতে অংশ নিয়েছিল? 

যদি তা তখন কেউ ভেবেও থাকেন, তারা জানতেন না যে তরুণদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষ পর্যন্ত ‘ফরাসি বিপ্লবের’ মতো কোনো বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে পরিণত হবে না। এটি ছিল শেখ হাসিনাবিরোধী এ-টু-জেড ঐক্যবদ্ধ একটি গণঅভ্যুত্থান। এতে পেছনে থেকে দক্ষিণপন্থি জামায়াত, হেফাজত, মধ্যপন্থী বিএনপির সঙ্গে বামপন্থি দলগুলোও কম-বেশি সমর্থন দিয়েছিল। তাদের মধ্যে মতাদর্শগত কোনো ঐক্য ছিল না। শুধু একটি প্রশ্নে তারা একমত হয়েছিলেন– ‘হাসিনা তুই কবে যাবি, এক দফা-এক দাবি’; ঐক্যসূত্রটি ছিল এটিই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই ঐক্য তাই অনিবার্যভাবে ভেঙে গেছে। এমনকি তরুণরা একটি নতুন দল তৈরি করে নতুন এক ধরনের গোঁজামিল দিয়ে ঐক্য সৃষ্টির কথা বলে চলেছেন। যদিও সেটি নির্বাচনের ঢেউয়ে কতখানি টিকে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।  
জুলাই-আগস্টের আন্দোলনে যে জাতীয় চরিত্র সৃষ্টি হয়েছিল, তা আর বিরাজ করছে না। মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধান নিয়ে বিতর্ক আনার কারণে এটি তীব্রতর হয়েছে। আন্দোলনের শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ঐক্য কায়েমের জন্য এদের মূল অভিভাবক ড. ইউনূস চেষ্টা করছেন। এদের ঐক্যবদ্ধ হওয়ার সনির্বন্ধ অনুরোধ জানিয়ে চলেছেন তিনি। তিনি কি সফল হবেন? তার এ উদ্যোগের মতাদর্শগত ভিত্তি বা কী হবে? এটি কি ইসলামী শাসনব্যবস্থা হবে, নাকি বুর্জোয়া উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা হবে, নাকি কোনো না কোনো অংশগ্রহণমূলক রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা হবে? আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী তারা কি উভয়ে অতীতে কৃত পাপের জন্য জবাবদিহি করে (ক্ষমা চেয়ে!) পুনরায় গণতান্ত্রিক শক্তির কাতারে শামিল হওয়ার সুযোগ পাবে? নাকি তরুণদের বামপন্থি অংশটি প্যারি কমিউনের মতো ‘স্বর্গের ঝটিকা বাহিনী’ হওয়ার জন্য পুনরায় এখনই আরেকবার একটি ব্যর্থ চেষ্টায় মেতে উঠবেন!?  

ফরাসি বিপ্লবে শ্রমিক শ্রেণির যে সচেতন বাহিনী জনগণের প্রজাতন্ত্র তৈরির লক্ষ্য নিয়ে প্যারিসে ৭২ দিন প্যারি কমিউন গঠন করে টিকে ছিলেন এবং পরে অসময়ে বিপ্লব করার খেসারত দিয়ে বুর্জোয়া কসাইদের হাতে করুণ মৃত্যুবরণ করেছিলেন। কার্ল মার্ক্স সেই হঠকারী শ্রমিকদের নাম দিয়েছিলেন ‘স্বর্গের ঝটিকা বাহিনী’।  

তারা ৭২ দিন প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তাদের সাম্যের স্লোগান, মৈত্রীর স্লোগান, স্বাধীনতার স্লোগান যে আসলে ছিল বুর্জোয়াদের সাম্য, বুর্জোয়াদের মৈত্রী, বুর্জোয়াদের স্বাধীনতা– সেটি অনেক মূল্য দিয়ে পরে তারা ও আমরা সবাই বুঝেছিলাম।  

বাংলাদেশের তরুণরা বরং উল্টো পথ ধরেছেন। ইতোমধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা। গণপরিষদ নির্বাচন করে শাসনতন্ত্র পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ও বক্তব্য দিয়েছেন, তা বুর্জোয়া গণতন্ত্র থেকেও পশ্চাৎপদ-তথাকথিত সর্বজনীন এক অলীক ককটেল। নতুন নাগরিক পার্টি ডিসেম্বর ও জুনের মধ্যে নির্বাচনেরও বিরোধিতা করছে। এর ফলে নির্বাচন প্রশ্নে সরকারের দ্বৈত ভূমিকা আছে কিনা, এ প্রশ্নও মানুষের মধ্যে রয়েছে। 
ক্ষণিক বিদ্যুৎ চমকই বটে! 

তবে ২০২৪-এর আগস্টে তারা যে ‘বিদ্যুতের চমক’ দেখাতে সক্ষম হয়েছিলেন, তা নিশ্চয় সবাই স্বীকার করবেন। এটা মিশ্র চমক। এতে মেটিকুলাস ডিজাইনের লোক ছিল, ছিল গ্রাম থেকে আসা গণরুমে নির্যাতিত অসংখ্য তরুণ। এই দুই অংশের দ্বন্দ্বের ফলে সেই চমকের পর পরই দেশে কতগুলো নেতিবাচক ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনার শূন্যস্থান দখল করেছেন যারা, তাদের আপাতদৃষ্টিতে কোনো স্থির রাজনৈতিক পরিচয় নেই। আছে ইউটোপীয় সংস্কারের বিশাল বিশাল পেপার ওয়ার্কস! ফলে শূন্যস্থানকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্ষমতা দখলের লড়াই।   


অনেকে মাঠে নেমে পড়েছে, তাদের উদ্দেশ্য ‘সাম্য-মৈত্রী-স্বাধীনতা’ বা ‘বৈষম্যহীন গণতান্ত্রিক দ্বিতীয় প্রজাতন্ত্র’ নয়, তারা চান ইসলামিক রাষ্ট্রব্যবস্থা বা খিলাফত। কেউ কেউ চান ১৯৪৭-এ ফিরে যেতে, মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ নাকচ করে দিতে।  দেশে ‘মব’ ভায়োলেন্সের নামে লুটপাট ও নতুন মাস্তানি শুরু হতেও আমরা দেখেছি। চাঁদাবাজি ও দখলদারি প্রবণতা নতুন করে সর্বত্র দেখা দিতে শুরু করেছে। 
আমরা দেখেছি নারী ও পার্বত্য জনগোষ্ঠীর ওপর অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হামলা। আরও দেখা যাচ্ছে, ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদের’ আবহমানকালের শিক্ষা ও সংস্কৃতিকে নিহিলিস্ট কায়দায় প্রত্যাখ্যান ও ধ্বংস করার প্রবণতা। মাজার ও মূর্তি ভাঙার নৈরাজ্য। এসব প্রবণতা প্রমাণ করে আগস্ট গণঅভ্যুত্থানে যে ‘আলোর ঝলক’ ছিল, তা ক্ষণকালের বিদ্যুৎ চমকের মতোই ক্ষণকালীন হয়েছে। এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৈরি করে এসব প্রবণতাকে কি আটকানো যাবে?  

কী বলছে জাতীয় নাগরিক পার্টি 
গত ২৮ ফেব্রুয়ারি গঠিত হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তারা স্লোগান দিয়েছেন– ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু তাদের ভাষায় এই ‘বিপ্লব’ কোনো ‘শ্রেণিসংগ্রাম’ দ্বারা পরিচালিত হবে না। এটা হবে অভিনব বাম-ডান-মধ্য– সবার মিশ্রিত অন্তর্ভুক্তিমূলক তথাকথিত এক জাতীয় সংগ্রাম। তারা ভুলে গিয়েছেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এ ধরনের মিশ্র ঐক্যের রাজনীতি বর্তমানে অচল। এই শ্রেণিবিভেদের কালে শ্রেণি সমন্বয়ের সাদা পতাকা তুলে ধরে তারা একটা অসম্ভবকে সম্ভব করার অলীক স্বপ্ন দেখেছেন।  

অনিশ্চিত ভবিষ্যৎ 
আমরা চাই তরুণরা সফল হোক, তারা তাদের উপযুক্ত মিত্র ও অভিভাবকদের চিনে নিক। এ মুহূর্তের দাবি হচ্ছে, ন্যূনতম সংস্কার করে থ্রি এমের (মানি, মাসল ও ম্যানিপুলেশন) প্রভাবমুক্ত একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেইভাবে জনগণের ক্ষমতা তৃণমূলে ও জাতীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে জনগণকে ফিরিয়ে দিলে আসলে কায়েম হবে প্রকৃত ‘রিপাবলিক’। যদি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি করে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই পুরোনো খেলারই পুনরাবৃত্তি হবে।  

তাই তরুণ দলকে জানাই আগাম সতর্কবাণী। সেনাবাহিনী ও সেনাপ্রধানও ইতোমধ্যে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। কম কিন্তু ভালো কিছু সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা গেলে এ যাত্রায় আমাদের তরুণদের উদ্যোগ সফল হবে বা হয়েছে বলে আমরা মনে করব। বাকি কাজ দীর্ঘমেয়াদি নির্বাচিত কর্তৃপক্ষের ও জনগণের চেতনার হাতে ছেড়ে দিয়ে নিজস্ব শক্তিতে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। হাজার হোক জনগণ যতটুকু মাত্রায় আত্মশক্তিতে বলীয়ান হতে পারে ততটুকু মাত্রাতেই প্রজাতন্ত্রের স্রষ্টা ও মালিক হতে পারে।  

এম এম আকাশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 
প্রাক্তন অধ্যাপক

সম্পর্কিত নিবন্ধ

  • প্রভাব পড়বে না পুঁজিবাজারে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের
  • আওয়ামী লীগ পুনর্বাসনকে রাষ্ট্রীয় এজেন্ডা হতে দেওয়া যাবে না
  • স্বর্গের ঝটিকা বাহিনী, নাকি ক্ষণিক বিদ্যুৎ চমক