রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ ঘটন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরে ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এরই মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হযেছে।

ভাঙচুরের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী, চকবাজার, পাঁচলাইশ, কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোতে কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তারা হলেন- খাইরুল নূর ইসলাম ও মো. তামজীদ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

সোমবার ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে অন্তত ২৫টি সংগঠন মিছিল বের করে। এর মধ্যে মিছিল থেকে নগরের জিইসি এলাকায় কেএফসি, পিৎজা হাট ও ডোমিনোজ পিৎজ্জাসহ পাঁচটি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক। এ ছাড়া নগরের লালখানবাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস, নগরের কাজীর দেউড়িতে খোয়াজা রেস্তোরাঁর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। আসকার দীঘিরপাড়ে একটি দোকানের ফ্রিজ ভাঙচুর করা হয়েছে। চেরাগী পাহাড়ে কেএফসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। আসবাব নষ্ট করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী থানার এসআই মোহাম্মদ জালাল বাদী হয়ে মামলাটি করেন।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী ও চকবাজার থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি’র উপ কমিশনার (দক্ষিণ)। পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সোলাইমান।

সম্পর্কিত নিবন্ধ