শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে কাংশা ইউনিয়নের দুটি এলাকায় বনভূমিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা খবর দেন বন বিভাগকে। বনের বড় একটি অংশ পুড়ে গেছে। হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য।
কয়েক দিন ধরে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের কাংশা ইউনিয়নের হালচাটি ও গান্ধীগাঁও এলাকার বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাচ্ছে। এতে জঙ্গলে বসবাস করা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ও বনজ গুল্মলতা পুড়ে বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।
স্থানীয়রা বলছেন, প্রতিবছর এই মৌসুমে যেন বন পোড়ানোর মচ্ছব চলে। কে যে বনে আগুন দেয়, তা কেউ জানতেও পারে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কিছুদিনের মধ্যেই বনের গাছ নিলামে বিক্রি করা হবে। বনের যেসব অংশীজন রয়েছেন, তারাই গাছ কাটার সুবিধার্থে এ আগুন লাগিয়ে দেন। প্রতিবছর এই সময়ে আগুন লাগে এসব বনে।
পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি রফিক মজিদ বলেন, কতিপয় দুর্বৃত্ত ও বন বিভাগের কিছু কর্মচারী বনকে ধ্বংস করার লক্ষ্যে প্রতিবছর আগুন দিয়ে থাকে। যেন বনায়ন না হয়। কারণ বনায়ন হলে অপরাধীরা অপরাধ করতে পারবে না।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিমের ভাষ্য, ১০-১৫টি স্পটের অগুন নেভানো হয়েছে। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে বনের ভেতরে তারা যেন ধূমপান থেকে বিরত থাকেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।
নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।
খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিক্ষক দিদারুল হক বাইরে থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। তখন বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে গিয়ে দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন ,বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।