পাথরের ওপর বসে আছেন সাফা কবির। মাটিতে বসা মুশফিক আর ফারহান। অভিনেত্রীর হাঁটুতে ভর দিয়ে হাত কপালে নিয়ে বসে আছেন অভিনেতা। ছবিটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। সেই প্রশ্ন করতেই হাসলেন অভিনেতা মুশফিক আর ফারহান। জানালেন, রোমান্টিক নাটকে দারুণ একটি চরিত্র নিয়ে আসছেন ঈদে। গল্পের মধ্যেও সিনেমাটিক উপাদান রয়েছে। নাটকটির নাম ‘আমি শুধু তোমার হব’। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। রোমান্টিক গল্পটি নিয়ে এখনই কিছু বলতে চান না তাঁরা। তবে জানালেন আট মাস বয়সের সফল জুটির রহস্য।

মুশফিক আর ফারহান ও সাফা কবিরের জুটির শুরুটা বেশি দিনের নয়। মাত্র আট মাসের। একসঙ্গে তাঁদের প্রথম দেখা যায় ‘ফিদা’ নাটকে। গত ঈদে নাটকটি প্রচারিত হয়। এটি পরিচালনা করেছিলেন রুবেল আনুশ। নাটকটি অল্প সময়েই কোটি ভিউ হয়। পরে তাঁরা ‘সুপার ওয়াইফ’, ‘হ্যাপা’, ‘দম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন।

সাফা কবির। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ