সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি নিহত হন। গতকাল শুক্রবার সকালে মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ। 
নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তবে গুলিতে না মারামারিতে তিনি মারা গেছেন, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। 
বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানকার স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এ সময় খাসিয়াদের হামলায় তাঁর মৃত্যু হয়। 
বিষয়টি জানার পর বিএসএফকে অবগত করা হয়। পরে বিএসএফ মৃত ব্যক্তির ছবি পাঠায়। ছবি দেখে শাহেদ মিয়ার পরিবার নিশ্চিত হয়। লাশ গ্রহণে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ১৯ বিজিবি অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক। 
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শাহেদসহ কয়েক বাংলাদেশির সঙ্গে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকার খাসিয়া চোরাচালানিদের দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্বের জেরে খাসিয়ারা তাদের ওপর গুলি ছোড়ে। এতে শাহেদ গুলিবিদ্ধ হন। লাইজুরি বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের পাশে তাঁর মরদেহ পড়ে থাকে। সকালে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ

এছাড়াও পড়ুন:

আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর মাটিলা বিওপি এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। 

রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশপুরে মাটিলা বিওপি’র বিপরীতে ভারতের রণঘাট বিএসএফ ওই দুইজনকে আটক করে।

ফেরত দেওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) ও একই গ্রামের বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

আরো পড়ুন:

ঢাকাকে গুরুত্ব দিয়ে ঈদ-নিরাপত্তায় বিশেষ তৎপরতা

টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর  রণঘাট কোম্পানির সঙ্গে সীমান্ত পিলার ৫৩ এর সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন মাটিলা কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জমান এবং বিএসএফ-এর রণঘাট কোম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার।

এসময় দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ