বন্দরে চোর সন্দেহে ২ যুবক আটক, বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
Published: 7th, March 2025 GMT
বন্দরে গভীর রাতে অযথা রাস্তায় ঘুরা ফেরার অপরাধে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের শুক্রবার (৭ মার্চ) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে ।
এর আগে গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশনবাগ এলাকার পুতুল মিয়ার ছেলে রাব্বি (২৮) ও সোনাকান্দা এলাকার আক্কাস হাওলাদারের ছেলে রাহাত (২২)।
বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪ :
অপরদিকে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৭ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর আমিন আবাসিক এলাকার ধলেশ্বর কর্মকারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিধান কর্মকার (৪৪) বন্দর চৌরাপাড়া এলাকার আক্তার জ্জমান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আহাদুজ্জামান প্রান্ত (২৯) বন্দর লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার (৩৮) ও মদনপুর কলাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান হোসেন (৩২)।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র
এছাড়াও পড়ুন:
যমুনায় বালু উত্তোলন, ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করে যৌথবাহিনী। পরে আটককৃতদের মধ্যে ৫জনকে একমাস করে কারাদণ্ড ও ২ জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
জানা গেছে, এরা যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করছিল। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এতে বালু উত্তোলনে জড়িত ৭ জনকে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু জব্দ করা হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্পতিবার কারাগারে পাঠানো হবে।
ঢাকা/কাওছার/টিপু