খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার মজলিসে শূরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ)  মহানগর মজলিস কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। 

বার্ষিক অধিবেশনে মাওলানা আহমদ আলী জেলা সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক এবং হাফেজ কবির হোসাইন মহানগর সভাপতি ও ইলিয়াস আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। 

শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ - ২৬ সেশনের জন্য জেলা সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আহমদ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান এবং মহানগর সভাপতি হিসেবে হাফেজ কবির হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস আহমদ নির্বাচিত হন।  

শূরা সদস্যদের সাথে পরামর্শ করে ২৩ সদস্য মহানগর কমিটি এবং ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বজলুল হক, ঢাকা পূর্ব জোনের সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মজল স সদস য

এছাড়াও পড়ুন:

‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান বলেছেন, “দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।”

শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এতথ্য জানান। 

শোয়াইব আহমদ খান বলেন, “বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।”

তিনি আরো বলেন, “হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি জমি দান করতে চাইলে তা গ্রহণ করা হবে। ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবলের জন্য দুইজন ব্যক্তি ভূমি দান করেছেন।”

এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বিপন্ন কাছিম রক্ষায় বন্ধ্যা করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের ৩ হাজার কুকুরকে
  • ইন্টারনেট বন্ধ ঠেকাতে চারটি পর্যায়ে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
  • ভারতের প্রতি ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান বিএনপির
  • রাখাইনে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ নেই
  • শিশুদের ঝগড়ায় জড়ালেন বড়রা, সংঘর্ষে আহত ২০
  • ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’
  • ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী
  • ঈদের ছুটিতে ১ কোটি ৭ লাখ সিমধারী ঢাকা ছেড়েছেন
  • ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী
  • ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী