বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ’র উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ
Published: 7th, March 2025 GMT
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যােগে ৭ মার্চ শুক্রবার দুপুরে ফতুল্লা লালপুর এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার বলেন শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। তিনি আরো বলেন দেশে কুরআনের আইন বাস্তবায়ন হলে সমাজে আর কোন ধরনের গরীব থাকবেনা।
তাই আসুন কুরআনের আইন বাস্তবায়ন করতে সৎ যোগ্য ব্যক্তিকে সমাজ বিনির্মানের জন্য নির্বাচিত করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সেক্রেটারি মুহাম্মদ রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের মেম্বার মইনুদ্দিন, এলাকার বিশিষ্ট ডাক্তার ফজলুল হক মানিক, ফতুল্লা দক্ষিণ শ্রমিক কল্যাণ সভাপতি আজিজুদ্দিন বাবুল প্রমূখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র
এছাড়াও পড়ুন:
আরসাপ্রধান আতাউল্লাহকে নেওয়া হলো বান্দরবান আদালতে
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীকে আজ সোমবার দুপুরে বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যা মামলার আসামি তিনি। এ ছাড়া অস্ত্র আইনেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ দুই মামলায় তাঁকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। উভয় আদালত থেকে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরসার ৯ সদস্যসহ গ্রেপ্তার হন আতাউল্লাহ। সেখানে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশি আইনে মামলা করা হয়েছিল। এ ছাড়া নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ২০২২ সালের ১৪ নভেম্বর মাদকবিরোধী অভিযানে ডিজিএফআইয়ের কর্মকর্তা রিজওয়ান রুশদী হত্যা ও অস্ত্র আইনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।
আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী হত্যা মামলায় আতাউল্লাহকে হাজির করা হয়। একই মামলায় আগে গ্রেপ্তার আরও নয়জনকেও হাজির করা হয়েছিল। আদালত আগের গ্রেপ্তার নয়জনের সঙ্গে আতাউল্লাহকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর অস্ত্র আইনে করা মামলায় আতাউল্লাহকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে আতাউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, স্কোয়াড্রন লিডার রিজওয়ান হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ জন্য ওই মামলায় আতাউল্লাহকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল। অস্ত্র মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উভয় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ২০২২ সালের ২৩ নভেম্বর ডিজিএফআই কক্সবাজার কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় বলা হয়েছে, ১৪ নভেম্বর ঘুমধুমে অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর ওপর আরসার প্রধান আতাউল্লাহর নির্দেশে গুলি চালানো হয়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট গোলাগুলি হয়। আরসার গুলিতে ডিজিএফআইয়ের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী নিহত ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।
পুলিশ জানায়, আরসার প্রধান আতাউল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি গত নভেম্বরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকায় ১০ তলা একটি ভবনে মাছ ব্যবসায়ী পরিচয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। সেখান থেকে আরও ১০ সদস্যসহ তাঁকে গত ১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার টাকা পাওয়া গিয়েছিল।