নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা জামায়াতের উদ্যােগে ৭ মার্চ শুক্রবার বিকালে কাশিপুর ভোলাইল ঈদগাহ মাঠ এলাকায় পবিত্র মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রেীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে।

মাহে রামাদান বরকতময় মাসে কল্যাণময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন-না কোন  ভালো কাজে অংশগ্রহণ  করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো।

এসময় তিনি আরো বলেন কেউ যদি সমাজে অন্যায়ভাবে  বিশৃঙ্খলা সৃষ্টি  করতে চায় আমরা কাউকেই ছাড় দিবোনা। মুখ বন্ধ করে থাকার দিন শেষ , শক্ত হাতে প্রতিহত করবো।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মাইনউদ্দিন মিয়া, মহানগরী কর্ম পরিষদের সদস্য ও মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন প্রমূখ।

সদর পশ্চিম থানা আমীর এড আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশের মতো নারায়ণগঞ্জে তার প্রিয় গডফাদার শামীম ওসমানকে দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।’’

রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ গডফাদার নারায়ণগঞ্জে মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে নির্যাতন করেছেন। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।’’

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন প্রমুখ। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • আলী রেজা রিপনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক  
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
  • নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
  • ‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’