হালুয়াঘাটে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা পণ্যসহ তিনি চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোবরাকুড়া ও গাজীরভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮৬০টি ভারতীয় এলসিডি মোবাইল ফোন ডিসপ্লে এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৫০ কেজি জিরা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন– পৌরশহরের উত্তর আকনপাড়া আওলাদের মোড় এলাকার হানিফ আলী, গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর এলাকার ইসমাইল হোসেন ও গাজীরভিটা এলাকার মনির হোসেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, পৃথক অভিযানে ৮৬০টি মোবাইল ফোন ডিসপ্লে ও ১৫০ কেজি জিরা জব্দসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.১৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪.০৪ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৪৫ টাকা। করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ