রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Published: 7th, March 2025 GMT
ইউক্রেনের ওপর বৃহস্পতিবার রাতে বড় ধরনের হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে শুক্রবার লিখেছেন, “রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উপর প্রচণ্ড আক্রমণ চালাচ্ছে। এই সত্যের উপর ভিত্তি করে, আমি রাশিয়ার উপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি যতক্ষণ না যুদ্ধবিরতি এবং শান্তির চূড়ান্ত নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানো হয়।”
রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশ্যে বলছি, এখনই আলোচনার টেবিলে বসুন, অনেক দেরি হওয়ার আগেই। ধন্যবাদ!!!”
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের এই হুমকি অবশ্য নতুন কিছু নয়। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুতিন যুদ্ধ শেষ না করলে উচ্চ শুল্ক এবং আরো নিষেধাজ্ঞা আরোপ করবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র ওপর
এছাড়াও পড়ুন:
ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল
ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সই হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।