রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Published: 7th, March 2025 GMT
ইউক্রেনের ওপর বৃহস্পতিবার রাতে বড় ধরনের হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে শুক্রবার লিখেছেন, “রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উপর প্রচণ্ড আক্রমণ চালাচ্ছে। এই সত্যের উপর ভিত্তি করে, আমি রাশিয়ার উপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি যতক্ষণ না যুদ্ধবিরতি এবং শান্তির চূড়ান্ত নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানো হয়।”
রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, “রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশ্যে বলছি, এখনই আলোচনার টেবিলে বসুন, অনেক দেরি হওয়ার আগেই। ধন্যবাদ!!!”
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ট্রাম্পের এই হুমকি অবশ্য নতুন কিছু নয়। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুতিন যুদ্ধ শেষ না করলে উচ্চ শুল্ক এবং আরো নিষেধাজ্ঞা আরোপ করবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র ওপর
এছাড়াও পড়ুন:
ইউনাইটেড সমর্থকদের ‘ক্লাসলেস’ বললেন গার্দিওলা
ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে ঢুকার। চেলসি ড্র করায় সিটিজেনদের সামনে এই সুবর্ণ সুযোগ এসেছিল। তবে রবিবার (৬ মার্চ) নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করল ম্যানসিটি। সেরা চারে ঢুকার সুযোগ হারিয়ে, সিটি বস পেপে গার্দিওলা, ইউনাইটেড সমর্থকদের শ্রেণহীন বলে অ্যাখায়িত করলেন। ডার্বি জিততে না পেরে,
সবশেষ ৫ বছর আগে ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র হয়েছিল। মহামারী কোভিড-১৯ চলাকালীন ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচটা হয়েছিল। এরপর হয়ে গেছে আরো ১২ ম্যাচ, তবে গোলহীন ড্র হয়নি। এই সময়ের মাঝে ইউনাইটেড ৩ জন কোচ বদল করেছে।
ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সিটির মিডফিল্ডার ফিল ফোডেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। তাই গার্দিওলা ম্যাচের ৫৭ মিনিটের সময় তাকে তুলে নেন জার্মেই ডকুর বদলি হিসেবে। ইউনাইটেড বিপক্ষে ধরা ‘চ্যান্টে’ (দর্শকদের সুরেলা স্লোগান) ফোডেনের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। রেড ডেভিল সমর্থকরা এই মিডফিল্ডারের মাকে উদ্দেশ্য করেও চ্যান্ট করেছে। অথচ দুই দলের স্কোয়াডে স্থানীয় দুই প্লেয়ারদের একজন ফোডেন।
আরো পড়ুন:
ডার্বির আগে আমোরিমের চোখ ইউনাইটেডের উন্নতিতে
ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইন
ম্যাচের প্রথমার্ধে সিটির আক্রমণ চলছিল স্ট্রেটফোর্ড এন্ডের দিকে। তখনই কিছু ইউনাইটেড সমর্থক ফোডেনের মা সম্পর্কে অশালীন চ্যান্ট ধরে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বগার্দিওলা বলেন, ‘এটা শ্রেণির অভাব। ইউনাইটেড নয়, এটা কিছু মানুষের আচরণ। খেলাধুলায়, আমরা কোচরা, মালিক সবসময়ই প্রকাশ্যে থাকি। কিন্তু একজন খেলোয়াড়ের মা সম্পর্কে এমন কটূক্তি! এটা সম্পূর্ণ অনৈতিক, শ্রেণিহীন। যারা এটা করেছে, তাদের লজ্জা পাওয়া উচিত।”
এই ড্রয়ের ফলে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম চলমান মৌসুমে গার্দিওলার বিপক্ষে তিন ম্যাচেই অপরাজিত থাকলেন। যার মাঝে দুবার রেড ডেভিলদের কোচ হিসেবে। আরেকবার স্পোর্টিং লিসবনের ডাগআউটে থাকাকালীন।
৩১ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে সিটি। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে আমোরিমের ইউনাইটেড।
ঢাকা/নাভিদ