থাইল্যান্ডে শিক্ষার্থীরা ইচ্ছামতো চুল রাখতে পারবে
Published: 7th, March 2025 GMT
থাইল্যান্ডের শিক্ষার্থীরা এখন ইচ্ছামতো তাদের চুল রাখতে পারবে। দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আইনি লড়াইয়ের পর দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট শিক্ষার্থীদের পক্ষ রায় দিয়েছেন।
গত বুধবার আদালতের রায়ে বলা হয়, ১৯৭৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা সংবিধান দ্বারা সুরক্ষিত ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন করেছে। এ ছাড়া বর্তমান সমাজের সঙ্গে এ নির্দেশের সামঞ্জস্য নেই।
১৯৭৫ সালের থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশিকায় বলা হয়, স্কুলে ছেলে শিক্ষার্থীদের চুল হবে ছোট আর মেয়েরা কান বরাবর লম্বা চুল রাখতে পারবে।
অনেক স্কুলে আগেই এ নিয়ম শিথিল করা হলেও কিছু স্কুলে ওই নিয়ম কঠোরভাবে মেনে চলা হচ্ছিল। নিয়ম না মানলে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাও ঘটছিল। এ নিয়মের বিরুদ্ধে ২০২০ সালে ২৩টি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীরা পিটিশন আবেদন করে। ওই পিটিশনের পক্ষে আদালত রায় দিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২.৭ ট্রিলিয়ন ডলারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন, গাজা যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সামরিক ব্যয়ে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে ৯.৪ শতাংশ। এটিই টানা দশম বছর, যখন সামরিক খরচ বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে ঘিরে সংশয়ের প্রভাবে ইউরোপে সামরিক ব্যয় নজিরবিহীন হারে বেড়েছে। সিপরির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপীয় দেশগুলোর সামরিক ব্যয় ১৭ শতাংশ বেড়েছে, যা শীতল যুদ্ধের সমাপ্তির পর সর্বোচ্চ।
বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরব। এর মধ্যে যুক্তরাষ্ট্র ৮৯৫ বিলিয়ন ডলার, চীন ২৬৬.৮৫ বিলিয়ন ডলার, রাশিয়া ১২৬ বিলিয়ন ডলার, ভারত ৭৫ বিলিয়ন ডলার এবং সৌদি আরব ৭৪.৭৬ বিলিয়ন ডলার।
সিপরি সতর্ক করে বলেছে, সামরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ফলে অন্যান্য খাতের বাজেট কমে যাচ্ছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাশিয়ার সামরিক ব্যয় ২০২৪ সালে দাঁড়িয়েছে ১৪৯ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এ খরচ দেশটির মোট জিডিপির ৭.১ শতাংশ এবং সরকারি ব্যয়ের ১৯ শতাংশ। অন্যদিকে, ইউক্রেনের সামরিক ব্যয় বেড়ে ৬৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাদের জিডিপির ৩৪ শতাংশ। খবর এনডিটিভির।