দুই মাস আগে কেনা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেল প্রাণ
Published: 7th, March 2025 GMT
পাঁচ মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন প্রবাসী প্রিয়তোষ বণিক (৪৫)। দুই মাস আগে তিনি একটি মোটরসাইকেল কেনেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় সেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের সাগরিকা মোড়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছোট ছোট পাথরের ওপর চাকা পড়লে নিয়ন্ত্রণ হারান প্রিয়তোষ বণিক। ছিটকে তিনি পিকআপ ভ্যানের নিচে চলে যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।
প্রিয়তোষ বণিককে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শহীদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চালিয়ে সাগরিকা মোড় পার হচ্ছিলেন প্রিয়তোষ বণিক। সড়কের ওপর কিছু পাথরের টুকরা পড়ে ছিল। পাথরের এসব টুকরার ওপর চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছোট পিকআপ ভ্যানের নিচে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রিয়তোষ বণিকের ভাগনে অপু চৌধুরী প্রথম আলোকে জানান, নিহতের বাড়ি বোয়ালখালী উপজেলায়। পরিবারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এক মেয়ের বিয়ে হয়েছে। দুই মেয়ে পড়াশোনা করছেন। ছেলে বেশ কয়েক বছর যাবৎ দুবাই থাকেন। পাঁচ মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন তাঁর মামা। আর দুই মাস আগে কেনা মোটরসাইকেলটি নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন।
অপু চৌধুরী বলেন, গ্রাম থেকে ব্যক্তিগত কাজে শহরে এসেছিলেন তাঁর মামা। বিকেলে হঠাৎ দুর্ঘটনার খবর পান। এর পর থেকে পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাটির পাত্রে রাখা পানি
এক সময় মানুষ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বাসনপত্রে রান্না করত। পানি সংরক্ষণের জন্যও ব্যবহার করা হতো মাটির পাত্র। এ অভ্যাস তৎকালীন প্রজন্মকে সুস্থ জীবনযাপনে সাহায্য করত। সময়ের বিবর্তনে আবারও ফিরে এসেছে সেই চল। অনেকে আজকাল পানি সংরক্ষণের জন্য মাটির ফিল্টার ও জগ ব্যবহার করছেন। অনেকে আবার পানি খাওয়ার জন্য ব্যবহার করছেন মাটির মগ বা গ্লাস। মাটির পাত্রে রাখা পানি পানে নানা ধরনের উপকারিতা রয়েছে। যেমন–
প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে
মাটির পাত্রে রাখা পানি প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকে। এ গরমে বাইরে থেকে ফিরে ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে এ পাত্রে রাখা পানি পান করুন। এতে শরীর শীতল হবে।
হজম শক্তিকে উন্নত করে
মাটির পাত্রে পানি রেখে পান করলে হজম শক্তি উন্নত হয়। মাটিতে থাকা ক্ষার পানির অম্লতা নিরপেক্ষ করে, যা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। সেই সঙ্গে মাটিতে থাকা খনিজ ও লবণ হজমের জন্য উপকারী। মাটির পাত্রে রাখা পানি পানে এসিডিটি, ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্যের মতো হজমের সমস্যা কমে। শরীরে টক্সিক কেমিক্যালের মাত্রা কমাতে সাহায্য করে মাটির পাত্রে রাখা পানি।
হিটস্ট্রোক প্রতিরোধ করে
প্রচণ্ড গরমে হিটস্ট্রোক একটি সাধারণ সমস্যা। মাটির পাত্রে রাখা পানি পান করলে হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে। কারণ এ পাত্রে পানি থাকায় খনিজ এবং পুষ্টি উপাদানগুলো অক্ষত থাকে। এর ফলে শরীর দ্রুত ডিহাইড্রেট হয়।
পানির গুণমান উন্নত
মাটির পাত্র কেবল পানি ঠান্ডা করে না, বরং প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধ করার জন্যও কার্যকর। কাদামাটি দিয়ে তৈরি ছিদ্রযুক্ত মাটির পাত্র প্রাকৃতিকভাবে পানি ফিল্টার করে। যার ফলে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি পাওয়া যায়।
স্বাদ বাড়ায়: মাটির পাত্র রাখা পানি পান করলে পানিতে অন্য রকম এক স্বাদ ও সুগন্ধ যোগ হয়। মাটির বিভিন্ন উপাদান পানিতে মিশে স্বাদটা ভিন্নমাত্রা পায়। এ কারণে এই পানি খেতে অনেক সতেজ লাগে।
পরিবেশবান্ধব
প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়া কারণ, এটি পরিবেশবান্ধব। এ ছাড়া কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী। মাটির পাত্র দীর্ঘ সময় ব্যবহারও করা যায়। v
সূত্র: ইকোনমিক টাইমস, হেলথ শটস