Risingbd:
2025-04-07@08:44:36 GMT

ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু

Published: 7th, March 2025 GMT

ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, “দুপুরে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তুপ করে রাখা বালির উপর খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তুপ করে রাখা ছিল। ওই বালির উপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”

ঢাকা/অদিত্য/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তফা জাহিদ

‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন।  আগামী ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন জানায়, ইতিমধ্যে মুস্তফা জাহিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৯ এপ্রিল তিনি বাংলাদেশে পৌঁছাবেন।

মুস্তফা জাহিদ ছাড়াও এ কনসার্টে অংশ নিচ্ছেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা, যা সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।

এই জমজমাট সন্ধ্যায় আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড একে রাহুল, লেভেল ৫ সহ অনেকে।

সম্পর্কিত নিবন্ধ