সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতেরা হলো-বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, “দুপুরে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তুপ করে রাখা বালুর ওপর খেলা করছিলো। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিকেলে বালুর পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তুপ করে রাখা ছিল। ওই বালুর ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।”

সিরাজগঞ্জ/অদিত্য/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রিয়ালের ‘ইংলিশ’ চ্যালেঞ্জ

জুড বেলিংহামের সঙ্গে সাকা বুকাওর সম্পর্কটা সেই বয়সভিত্তিক দল থেকে। তারা ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন একসঙ্গে। এই সেদিনও বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে একই লকার রুমে ছিলেন। সেখানে দুই বন্ধুর কথা হয়েছে আজকের ম্যাচ নিয়ে। আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ– চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে জনপ্রিয় এ দুই দল। 

বেলিংহাম সেখানে রিয়ালের হয়ে গোলের সন্ধানে নামবেন, ছেড়ে কথা বলবেন না সাকাও। “ম্যাচটির গুরুত্ব জানি আমরা দু’জনই। রিয়াল অবশ্যই বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরাও ঘরের মাঠে তাদের ছেড়ে দেব না। তা ছাড়া রিয়াল মাদ্রিদ জানে কেমন হয় ইংলিশ চ্যালেঞ্জ।’ 

গর্ব নিয়ে কথাগুলো বললেও বেলিংহামের উত্তরটি জানা যায়নি। কেননা এই আসরের প্লে-অফেই তারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে এসেছে। তবে লা লিগায় শেষ ম্যাচটি ভ্যালেন্সিয়ার কাছে হোঁচট খাওয়ার পর রিয়াল মাদ্রিদের লকার রুমের বাতাস নাকি ভারী– স্প্যানিশ আউটলেট মার্কার দাবি অন্তত তেমনই। যে দলে বেলিংহামের মতো মিডফিল্ডার রয়েছেন, ভিনির মতো গতিসম্পন্ন ফরোয়ার্ড রয়েছেন, ফর্মে থাকা ফিনিশার এমবাপ্পে আছেন– সেই দলের আর্সেনালকে নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কথা নয়। 

তবে এই মুহূর্তে তাদের যা একটু দুর্বলতা, তা হলো কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে। গোলপোস্টের নিচে গত তিন ম্যাচে তারা পায়নি কর্তুয়াকে। তবে গতকাল দলের সঙ্গে মাদ্রিদ থেকে লন্ডনে নিয়ে এসেছে তাঁকে। হয়তো আজ তাঁকে দেখা যাবে প্রথম একাদশে। কারভাজাল, মেন্ডি, কার্বাহাল, মিলিতাওদের অনেকে চোটে রয়েছেন। তাই আজ উত্তর লন্ডনের ক্লাবটির বিপক্ষে কৌশলী হয়েই মাঠ সাজাতে হবে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলেত্তিকে। 

এই মুহূর্তে দুটি দলই নিজেদের ঘরোয়া লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুটি দল মাঠে হাই ইনটেনসিটি খেলা খেলে থাকে। রক্ষণাত্মক নয় বরং আক্রমণেই বেশি উন্মুখ হয়ে থাকে তারা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এ পর্যন্ত ১২ ম্যাচে ২৮টি গোল করেছে, ম্যাচপ্রতি গোলের গড় ২.৩৪। আর্সেনাল সেখানে ১০ ম্যাচে ২.৫ গড় নিয়ে মোট ২৫ গোল করেছে। 

গানারদের কোচ মিকেল আর্তেতা তরুণদের নিয়ে দারুণ একটি চ্যালেঞ্জিং দল গড়েছে এবার। দারুণ প্রাণবন্ত এই দলে ডেকলান রাইস, সাকা বুকাও, গ্র্যাবিয়েল জিসাস ছাড়াও মার্টিন ডেগার্ডের মতো খেলোয়াড়রা দারুণ ফর্মে রয়েছেন। ম্যানসিটির মতো আত্মবিশ্বাসে ধুঁকতে থাকা ইংলিশ ক্লাব অন্তত এই আর্সেনাল নয়। তাই লন্ডনে আজ দারুণ একটি ম্যাচ উপভোগ করতে চলেছেন ফুটবলপ্রেমীরা।

সম্পর্কিত নিবন্ধ