ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনের টিকেট কালাবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে ছাত্রদের উপর হামলা করে টিকেট কালোবাজারিরা। হামলায় দুই ছাত্র আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ফ্ল্যাটফরমে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শাহজাহান নামে এক টিকেট কালোবাজারিকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক শাহজাহানের বাড়ি এলাকার পুনিয়াউট মহল্লায়।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকেট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটে জড়িত সকলদের শাস্তির দাবিতে শুক্রবার বেলা ১১টার সময় ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভাগীরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ছাত্ররা চলে যাওয়ার সময় তিতাস কমিউনিটার টিকেট কাউন্টারের সামনে টিকেট কালোবাজারি শাহজাহানসহ কয়েকজন কালোবাজারি মিলে ছাত্রদের উপর হামলা করে। হামলায় চার ছাত্র আহত হয়। আহতদের মধ্যে সৌরভ ও তানভীরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয় পুলিশ ও অন্যান্য আইনশৃখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌছে কালোবাজারি শাহজাহানকে আটক করে। এসময় অন্যান্য টিকেট কালোবাজারিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে থেকে টিকেট কালোবাজারি শাহজাহানকে আটক করে আখাউড়া রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হবে।”

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত (মাস্টার) মো.

জসিম উদ্দিন বলেন, “কেউ যদি অনলাইনে টিকেট কেটে বেশি দাম বিক্রি করে সেটাতো রোধ করা যাবে না। তবে টিকেট কালাবাজারির সাথে স্টেশনের কেউ জড়িত না।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখ আরিফ বিল্লাহ আজিজী কেন্দ্রীয় মূখ্য সংগঠক বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন, মো. সাবের হোসেন প্রতিনীধি ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মো. বোরহান সিয়াম প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মো. মোহাইমিনুল আজমিন, মো. আবু বক্কর, মো. তোফাজ্জল হোসেন, মো. মারুফ।

ঢাকা/রুবেল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য় শ হজ হ ন র লওয়

এছাড়াও পড়ুন:

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আগামীর ভোলা’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আগামীর ভোলার মুখপাত্র ও সাংবাদিক মীর মোহাম্মদ জসিম। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে মোহাম্মদ জসিম বলেন, ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নের দাবি জানান তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১০ জন হাসপাতালে
  • নড়াইলে মোটরসাইকেলে বাসের ধাক্কা, শিশু নিহত
  • জুলাই অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপানোর ঘটনায় মামলা, প্রতিবাদ কর্মসূচি
  • ঈশ্বরদীর দাদাপুরে জমির বিরোধে সংঘর্ষে দু’পক্ষে ১০ জন হাসপাতালে
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়: নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি, ছাত্রদলের সভাপতি-সম্পাদককে নোটিশ
  • ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন
  • বন্দরে অটো গাড়ি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৪ 
  • জুলাই শহীদের মেয়ের আত্মহত্যার দায় কার
  • শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ বাড়ছে
  • মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু, হারিয়ে গেল একজন