সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

তিনি বলেন, জুলাই'২৪ গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়টিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়ের পথে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৫ সাল হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার বসন্তকাল। ইসলামকে দূরে রেখে কখনো ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়।

শুক্রবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা কার্যালয়ে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, ছাত্রসমাজের মাধ্যমে জনগণকে সংগঠিত করে স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের পীর সাহেব চরমোনাই যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা আলেম সমাজের জন্য গর্বের বিষয়।"

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ আলী বলেন, রমজান মাসকে কাজে লাগিয়ে দ্বীনের দাওয়াত ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধ প্রচার করতে হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য আশরাফ আলী নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মুহাম্মাদ সজিব হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জুবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ডা.

আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এইচ.এম. শাহীন আদনান, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা রেজাউল করীম, নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক: নাইমুল ইসলামসহ নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "স্বৈরাচারী শেখ হাসিনা সারা দেশের মতো নারায়ণগঞ্জে তার প্রিয় গডফাদার শামীম ওসমানকে দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।’’

রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিউ হাজীগঞ্জ এলাকায় ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘‘এ গডফাদার নারায়ণগঞ্জে মানুষের বুকে গুলি চালিয়ে অত্যাচার করেছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে নির্যাতন করেছেন। বিগত সময় ঈদেও আমরা পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। আমাদের সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে।’’

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন প্রমুখ। 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • আলী রেজা রিপনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক  
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
  • নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
  • ‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’