সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

তিনি বলেন, জুলাই'২৪ গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়টিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়ের পথে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৫ সাল হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার বসন্তকাল। ইসলামকে দূরে রেখে কখনো ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়।

শুক্রবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর জেলা কার্যালয়ে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, ছাত্রসমাজের মাধ্যমে জনগণকে সংগঠিত করে স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের পীর সাহেব চরমোনাই যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা আলেম সমাজের জন্য গর্বের বিষয়।"

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মাদ আলী বলেন, রমজান মাসকে কাজে লাগিয়ে দ্বীনের দাওয়াত ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধ প্রচার করতে হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য আশরাফ আলী নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মুহাম্মাদ সজিব হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জুবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ডা.

আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি এইচ.এম. শাহীন আদনান, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা রেজাউল করীম, নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক: নাইমুল ইসলামসহ নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহরে এনসিপির বিক্ষোভ মিছিল

জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

আমরা আশা করেছিলাম, এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। কিন্তু আমরা অত্যন্ত দু:খের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোন দৃশ্যমান কার্যক্রম এখন পর্যন্ত দেখি নাই। 

তিনি আরও বলেন, আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। নানাভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দোসরদের বসানোর চেষ্টা করা হচ্ছে।

এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে ব্যবসায়িক রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করে যারা ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন। তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন।

বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবার ও তাদের দোসরদের প্রতিষ্ঠিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না। 

এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন’র দোয়া অনুষ্ঠিত
  • জাকির খানের ছবি দিয়ে শ্রমিক লীগ নেতা পলাশের পোষ্টার, তীব্র ক্ষোভ
  • বন্দর থানা (জেলা) জাসাস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষিত
  • নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : খেলাফত মজলিস
  • নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • সংস্কার কমিশনে যারা আছেন প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন : মামুনুল হক
  • উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 
  •  সোনারগাঁয়ে ইব্রাহীম ভূঁইয়া দুলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 
  • আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শহরে এনসিপির বিক্ষোভ মিছিল