লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৯ মার্চ ভারতের বিপক্ষে দুবাইয়ের ফাইনালে কিছুটা অনিশ্চিত তিনি। 

হেনরি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে হেনরিক ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান তিনি। 

কিউই অধিনায়ক মিশেল স্যান্টনার জানিয়েছেন, ফাইনালে হেনরিকে পাওয়ার আশা করছেন তিনি। তবে কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, হেনরিকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই গেছে। 

কোচ বলেন, ‘সে এখনো কিছুটা অনিশ্চয়তার পর্যায়ে রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, সে বোলিং অনুশীলনে ফিরেছে। তাকে আমরা খেলার জন্য সম্ভাব্য সব সুযোগ দিতে চাই।’ 

ম্যাট হেনরি ফাইনালে খেলতে না পারলে তার জায়গায় ভারতের বিপক্ষে পেসার জ্যাকব ডাফিকে খেলাতে পারে কিউইরা। ডাফি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন ম্যাচ খেলেনি। তবে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলে নিজেকে ঝালিয়ে রেখেছেন।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন শ চ ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ল্যাম্পসের ৯ মাসে লোকসান কমেছে ৫৪.৭৩ শতাংশ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৩৬) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৫.৪৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.০৬)। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬.৬০ টাকা বা ৫৪.৭৩ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.২৪ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ