গাইবান্ধায় প্রকল্পের টাকা ছাড়ে প্রকৌশলীর ৬ শতাংশ ঘুষ দাবির অডিও ভাইরাল
Published: 7th, March 2025 GMT
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে ১০ মিনিট ১৬ সেকেন্ডের ওই অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ঠিকাদারের নাম ফিরোজ কবির। তিনি প্রকৌশলীকে ঘুষ দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন। তবে অভিযুক্ত প্রকৌশলী শফিউল ইসলাম এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে প্রকৌশলীকে একটি প্রকল্পের কাজের টাকা (ঘুষ) চাইতে শোনা যায়। কাজের বরাদ্দ অনুসারে তিনি ৬ শতাংশ টাকা দাবি করছেন। কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, একটি টাকাও কম দেওয়া যাবে না। টাকা কম দিলে বিল পার করা যাবে না। ১০ মিনিট ১৬ সেকেন্ডের অডিওতে আরও অনেক কিছু নিয়ে কথা বলতে শোনা যায়। প্রথম আলোর পক্ষ থেকে অডিওটি যাচাই করা সম্ভব হয়নি।
ঘুষ চাওয়ার অডিওটি গতকাল রাতে ছড়িয়ে পড়লেও গত ১৫ জানুয়ারি ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সরকারি কয়েকটি দপ্তরে অভিযোগ করেছেন ফিরোজ কবির নামের ওই ঠিকাদার। অভিযোগের সময় একটি পেনড্রাইভে তিনি ঘুষ চাওয়ার কথোপকথনের একটি অডিও জমা দেন। অভিযোগের পর এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়।
এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি সরেজমিন তদন্ত করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। কিন্তু তদন্তের এক মাস পেরিয়ে গেলেও এখনো প্রতিবেদন দেওয়া হয়নি। জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, তদন্ত চলমান। প্রতিবেদন দাখিল করার আগে কিছু বলা যাবে না।
অভিযোগে ঠিকাদার উল্লেখ করেন, আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট প্রকৌশলী শফিউল ইসলাম প্রায় ১৩ বছর ধরে গাইবান্ধা পৌরসভায় কর্মরত। দীর্ঘদিন ধরে অনিয়ম করলেও ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেনি। ওই প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ–বাণিজ্য ছাড়াও দুর্ব্যবহার, অনিয়ম-দুর্নীতির অনেক অভিযোগ আছে। প্রকল্পের বরাদ্দ টাকার শতকরা ৬ ভাগ ঘুষ দিয়ে ফাইল ছাড় করতে হয়। যোগদানের পর থেকে তিনি পৌরসভার নকশা অনুমোদনের দায়িত্ব পালন করেন। বাড়ি নির্মাণে নকশা অনুমোদনের জন্য তিনি চার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন। টাকা না দিলে নানাভাবে হয়রানি করেন সেবাগ্রহীতাদের। এভাবে তিনি অবৈধভাবে টাকা আয় করে অঢেল সম্পদের মালিক হয়েছেন।
জানতে চাইলে ঠিকাদার ফিরোজ কবির প্রথম আলোকে বলেন, ‘ওই প্রকৌশলীর সঙ্গে কত তারিখে কথোপকথন হয়েছে সঠিক মনে করতে পারছি না। তবে গত বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ের দিকে হবে। ওই প্রকৌশলী বিল প্রদানে প্রায় এক বছর আমাকে হয়রানি করেন। পরে বাধ্য হয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে বিল নিই। অতিষ্ঠ হয়ে ঘুষ চাওয়ার কথোপকথন রেকর্ড করি। কিন্তু তখন প্রকাশ করতে পারিনি। কারণ ওই প্রকৌশলী সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন। তাঁর ছত্রচ্ছায়ায় তিনি এসব করেছেন। ৫ আগস্টের পর মেয়র ক্ষমতাচ্যুত হন। এখন দেশের পটপরিবর্তন হয়েছে। প্রতিবাদ না করলে প্রকৌশলী এ রকম অনিয়ম করেই যাবেন। তাই এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অভিযোগ দিয়েছি। কথোপকথনটি ভাইরাল হয়েছে। আমি তদন্ত সাপেক্ষে এই ঘটনার দ্রুত বিচার চাই।’
ঘুষ দাবির অডিও ফাঁস ও অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শফিউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘অভিযোগটি তদন্তাধীন। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচনি প্রচারে পোস্টার না রাখার কথা ভাবছে ইসি
নির্বাচনি প্রচারে পোস্টার না রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আচরণবিধি পরিপালন নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোর হবে সংস্থাটি।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেছেন, আজ আমরা আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম। প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে কমিশনে প্লেস করব৷ এরপর কমিশন চূড়ান্ত করবে। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করব। আশা করি, চমৎকার আচরণবিধি হবে।
মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনি ব্যয় ন্যূনতম রেখে যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয়, গ্রামীণ পর্যায়ে একেবারে লেভেল প্লেয়িং ফিল্ডে যেন প্রচার-প্রচারণা করতে পারে, সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে চাচ্ছি। এক্ষেত্রে আরপিও যেখানে সংশোধন করার প্রয়োজন হবে, সেখানে সংশোধন করা হবে।
পোস্টার কি রাখতে চাচ্ছেন না, এমন প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে, সেগুলোও ভাবছি। আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করব। ২০০ টাকা, ৫০০ টাকা জরিমানার বিষয়গুলো আরো বাড়ানোর চিন্তা চলছে৷ আচরণবিধির বাইরেও পেনাল কোড আছে।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দল নিবন্ধনের যে বিজ্ঞপ্তি, এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটি রিট করেছে। এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দু’-একটি দল আবেদন করেছে। এখন ২০ এপ্রিলে মধ্যে যদি অনেক দল আবেদন করে, তাহলে একরকম হবে৷ তবে, ২০ তারিখ আসলে বোঝা যাবে, সময় বাড়ানো হবে কি না৷ একটি দল আবেদন করেছে। আমাদের ধারণা, ২০ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত। বর্তমান আইন অনুযায়ী আবেদন করতে হবে। এজন্য অংশীজনদের সঙ্গেও বসব।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমানা নির্ধারণ আইনে করণিক ভুল সংশোধনের জন্য করা প্রস্তাবটা আমরা পাঠিয়েছিলাম। অনুমোদন এখনো কেবিনেট থেকে পাইনি। না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ হবে।
ঢাকা/হাসান/রফিক