উইলিয়াম ওরর্ক এবং কাইল জেমিসন থাকার পরও নিউ জিল্যান্ডের পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ম্যাট হেনরি। আসরে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে আছেন ৩৩ বছর বয়সী এই পেসার। বিশেষজ্ঞরা তো বলেই দিয়েছিল, এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেওয়ার ক্ষমতা রাখেন হেনরিই। তবে ফাইনালের আগে স্পিডস্টারের ফিটনেস শঙ্কা জাগিয়েছে গোটা নিউ জিল্যান্ড শিবিরে।

লাহোরে দ্বিতীয় সেমি ফাইনালে হেনরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধে আঘাত পান। নিউ জিল্যান্ডের এই পেসার লং অনে হেনরাইখ ক্লাসেনের একটা ক্যাচ ধরতে গিয়ে আঘাত পান। তবে সেই ক্যাচ ধরতে না পারলে কিউদের হয়ত ফাইনাল খেলা সম্ভব হতো না। আসরের শীর্ষ উইকেট শিকারী হেনরি অবশ্য আঘাত পাওয়ার পরও দুই ওভার বোলিং করেন। এমনকি মাঠে তাকে ডাইভ দিতেও দেখা যায়। যা আশার সৃষ্টি করেছিল।

তবে ফাইনাল যতই ঘনিয়ে আসছে হেনরির ফিটনেস নিয়ে ততই কপালের ভাঁজ বাড়ছে কিউইদের। সেমি ফাইনালের পর পর, নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার হেনরির ফিটনেস নিয়ে আশাবাদী ছিলেন।

আরো পড়ুন:

আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে আছেন স্মিথও

ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

তবে দলটির হেড কোচ গ্যারি স্টেড কোন নিশ্চয়তা দিলেন হেনরিকে নিয়ে, “ভালো দিক হলো যে সে (হেনরি) ফিরে এসে বোলিং করতে পেরেছে। আমরা স্ক্যান করিয়েছি তাকে ফাইনালে খেলানোর জন্য  যা যা করা লাগে করব। তবে এই মুহূর্তে, কিছুটা ধোঁয়াশায় আছি ওর ফিটনেস নিয়ে। সে স্পষ্টতই তার কাঁধের জয়েন্টে খুব যন্ত্রণা অনুভব করছিল। আশা করছি সে ঠিক হয়ে যাবে।”

হেনরি টুর্নামেন্টে ৪ ইনিংসে ১৬.

৭০ গড়ে ১০ উইকেট নিয়েছে। যার মধ্যে আছে দুবাইতে গ্রুপ পর্যায়ে ভারত বিপক্ষে ৫ উইকেট। যদি হেনরি ফাইনালে খেলতে না পারেন, তবে নিউ জিল্যান্ডের স্কোয়াডে পেসার জ্যাকব ডাফি রয়েছেন। যদিও এই ডানহাতি সিমার এখনও টুর্নামেন্টে কোন ম্যাচে খেলেননি। 
দুই আসর পর নিউ জিল্যান্ড আবারও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে। 

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টন স ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

বিয়ে করলেন পর্দার ‘তোপসে’

পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা। এ সিরিজে ফেলুদার সহকারী হিসেবে রয়েছে তোপসে চরিত্র। এই গোয়েন্দা কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র, ওয়েব সিরিজ।

সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ফেলুদার ‘গোয়েন্দাগিরি দার্জিলিং জমজমাট’। এতে তোপসে চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা কল্পন মিত্র। এবার বিয়ে করলেন পর্দার তোপসে। তার স্ত্রীর নাম দিয়া সিং।

বই মলাটে এবং রুপালি পর্দায় সত্যজিতের ফেলুদা ও তোপসে চরিত্র অবিবাহিত। তবে বাস্তবে বিয়ে করলেন তোপসে। কল্পন মিত্র বলেন, “আমরা দুই মলাটে আর পর্দায় চিরকুমার। বাস্তবে ফেলুদার চরিত্রাভিনেতা বিবাহিত, এবার আমিও।”

আরো পড়ুন:

অগ্নিদগ্ধ পবন কল্যাণের ৮ বছরের পুত্র

ফের আইটেম কন্যা তামান্না

স্ত্রী দিয়ার সঙ্গে পরিচয়ের বিষয়ে জানতে চাইলে, কল্পন মিত্র বলেন, “কাছের মানুষদের জানাব বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি দিয়েছি। এর বেশি কিছু নয়। বিয়ে বিষয়টা ভীষণ ব্যক্তিগত। তাই এর বাইরে কিছু বলতে চাই না।”

অভিনয়ের পাশাপাশি চাকরি করেন কল্পন। কাজের ব্যস্ততা জানিয়ে এই অভিনেতা বলেন, “অভিনেতাদের রোজ তো কাজ থাকে না। অভিনয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগীত সংগ্রহশালায় চাকরি করি। ২২ এপ্রিল থেকে কমলেশ্বর মুখার্জির নতুন ফেলুদার শুটিং শুরু করব।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ